জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচনে টাকার ছড়াছড়ি অনেক বেশি। আমি তো আরও অনেক নির্বাচন করেছি, তবে এই নির্বাচনটি অন্যরকম।
আজ রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর এমন মন্তব্য করেন চুন্নু। এ সময় কোনো কোনো মহলের পক্ষ থেকে ভোটকেন্দ্রে না আসার জন্য ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন চুন্নু।
মুজিবুল হক চুন্নু বলেন, সকাল সকাল ভোটার উপস্থিত কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে পারে। এখান থেকে তো আর সকল কেন্দ্রের ভোটের পরিস্থিতি বলা যাবে না। গতকাল রাতেও এখানে একটি ঘটনা ঘটেছিল। আমি তো আরও অনেক নির্বাচন করেছি, তবে এই নির্বাচনটি অন্যরকম। নির্বাচনে টাকার ছড়াছড়ি অনেক বেশি।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে ছাড় দিয়ে নৌকার মনোনয়ন প্রত্যাহার করা হয়। তারপরেও আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে চার জন স্বতন্ত্র প্রার্থী মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে ভোট যুদ্ধে মাঠে রয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এরমধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী এবং ৮৫২ জন তৃতীয় লিঙ্গের ভোটার। এবারের নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ২৫টি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি।