১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শান্তিপূর্ন, নিরবিচ্ছিন্ন নির্বাচন দেখেছি: আন্তর্জাতিক পর্যবেক্ষক দল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে নির্বাচন পর্যবেক্ষণে মাঠে চষে বেড়িয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন এবং পর্যবেক্ষক দল। এ বিষয়ে ঢাকায় সফররত ফিলিস্তিনের প্রধান নির্বাচন কমিশনার হাসিম খুহয়াইল বলেন, ‘কত শতাংশ ভোট পড়লো সেটা রাজনীতির বার্তা, আমাদের জন্যে নয়।’ কেমন নির্বাচন দেখেছেন এমন প্রশ্নে এই পর্যবেক্ষক বলেন, শান্তিপূর্ন, নিরবিচ্ছিন্ন নির্বাচন দেখেছি। একই পর্যবেক্ষণ দিয়েছেন লেবানন ও জর্ডান পর্যবেক্ষণ দল। রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সম্মেলন হয়েছে।

আজ সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বমোট কত শতাংশ ভোট পড়েছে, তা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। রোববার নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, এখন পর্যন্ত ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। এটি আরও বাড়তে পারে।

শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৪টায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২৮টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনকে একতরফা তকমা দিয়ে শুরু থেকেই তা বর্জন করে অন্যতম বিরোধী দল বিএনপি ও সমমনা কয়েকটি দল। এতে করে শুরু থেকে ধারণা করা হচ্ছে এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক হচ্ছে না। সেই সঙ্গে প্রদেয় ভোটের শতাংশ হবে অনেক কম।

শান্তিপূর্ন, নিরবিচ্ছিন্ন নির্বাচন দেখেছি: আন্তর্জাতিক পর্যবেক্ষক দল

আপডেট : ১২:৩৮:২১ অপরাহ্ন, রোববার, ৭ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে নির্বাচন পর্যবেক্ষণে মাঠে চষে বেড়িয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন এবং পর্যবেক্ষক দল। এ বিষয়ে ঢাকায় সফররত ফিলিস্তিনের প্রধান নির্বাচন কমিশনার হাসিম খুহয়াইল বলেন, ‘কত শতাংশ ভোট পড়লো সেটা রাজনীতির বার্তা, আমাদের জন্যে নয়।’ কেমন নির্বাচন দেখেছেন এমন প্রশ্নে এই পর্যবেক্ষক বলেন, শান্তিপূর্ন, নিরবিচ্ছিন্ন নির্বাচন দেখেছি। একই পর্যবেক্ষণ দিয়েছেন লেবানন ও জর্ডান পর্যবেক্ষণ দল। রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সম্মেলন হয়েছে।

আজ সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বমোট কত শতাংশ ভোট পড়েছে, তা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। রোববার নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, এখন পর্যন্ত ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। এটি আরও বাড়তে পারে।

শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৪টায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২৮টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনকে একতরফা তকমা দিয়ে শুরু থেকেই তা বর্জন করে অন্যতম বিরোধী দল বিএনপি ও সমমনা কয়েকটি দল। এতে করে শুরু থেকে ধারণা করা হচ্ছে এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক হচ্ছে না। সেই সঙ্গে প্রদেয় ভোটের শতাংশ হবে অনেক কম।