ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফরিদপুর-৩: সংঘর্ষের জেরে এক কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪২:২১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • / ৪৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশের মতো রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ফরিদপুরে শুরু হয়েছে ভোটগ্রহণ কার্যক্রম। এদিকে ফরিদপুর-৩ আসনের কানাইপুর স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে তিনজন। এ ঘটনায় ঐ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

এর আগে নিজের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেন ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদ। সকালে, হিতৈষী স্কুলকেন্দ্রে ভোট দিয়ে এ অভিযোগ করেন তিনি।

তিনি জানান, আলীপুরের কবিরবাগ স্কুলের ভোটকেন্দ্র থেকে ঈগল প্রতীকের পোলিং এজেন্টকে বের করে দেয় নৌকার সমর্থকরা। এসময় কেন্দ্র দখলের চেষ্টা করে তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শুরু হয় ভোটগ্রহণ। নির্বাচন সুষ্ঠু হলে, বিজয়ী হবেন বলে আশা করেন, এ কে আজাদ।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত শামীম হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ (ঈগল), জাতীয় পার্টির এসএম ইয়াহিয়া (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের এমএ মুঈদ হোসেন (ডাব), বাংলাদেশ সুপ্রিম পাটির দেলোয়ার হোসেন (একতারা) এবং জাতীয়তাবাদী আন্দোলনের গোলাম রাব্বানী খান (নোঙ্গর)।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর-৩: সংঘর্ষের জেরে এক কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

আপডেট সময় : ০৬:৪২:২১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

সারাদেশের মতো রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ফরিদপুরে শুরু হয়েছে ভোটগ্রহণ কার্যক্রম। এদিকে ফরিদপুর-৩ আসনের কানাইপুর স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে তিনজন। এ ঘটনায় ঐ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

এর আগে নিজের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেন ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদ। সকালে, হিতৈষী স্কুলকেন্দ্রে ভোট দিয়ে এ অভিযোগ করেন তিনি।

তিনি জানান, আলীপুরের কবিরবাগ স্কুলের ভোটকেন্দ্র থেকে ঈগল প্রতীকের পোলিং এজেন্টকে বের করে দেয় নৌকার সমর্থকরা। এসময় কেন্দ্র দখলের চেষ্টা করে তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শুরু হয় ভোটগ্রহণ। নির্বাচন সুষ্ঠু হলে, বিজয়ী হবেন বলে আশা করেন, এ কে আজাদ।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত শামীম হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ (ঈগল), জাতীয় পার্টির এসএম ইয়াহিয়া (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের এমএ মুঈদ হোসেন (ডাব), বাংলাদেশ সুপ্রিম পাটির দেলোয়ার হোসেন (একতারা) এবং জাতীয়তাবাদী আন্দোলনের গোলাম রাব্বানী খান (নোঙ্গর)।