শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদির টুইট
- আপডেট সময় : ০৪:৩৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- / ৪২১ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো ঐতিহাসিক বিজয় লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকার প্রধানের পাশাপাশি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী।
সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই অভিনন্দন জানান তিনি।
টুইট বার্তায় মোদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে ঐতিহাসিক জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি আমি। সফলভাবে নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানাই। বাংলাদেশের সঙ্গে আমাদের জনগণকেন্দ্রিক ও স্থায়ী অংশীদারিত্ব জোরদারে আমরা অঙ্গীকারাবদ্ধ।
এদিন ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আমাদের সমর্থন করেছিল পড়শি দেশটি। আর ১৯৭৫ সালে আমাদের আশ্রয় দিয়েছিল তারা।
তিনি আরও বলেন, ভারত আমাদের প্রতিবেশী। দুই দেশের বন্ধন দারুণ। অবশ্য সমস্যাও হয়। তবে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তা সমাধান করে ফেলি আমরা। আমার সঙ্গে অন্য দেশগুলোরও সম্পর্ক চমৎকার।
হাইকমিশনার ভারত সরকার ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় শেখ হাসিনার সরকারের নতুন মেয়াদে একে অপরের জাতীয় উন্নয়নের সমর্থনে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের গতি আরও শক্তিশালী ও প্রবৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করেন প্রণয় ভার্মা।
টানা চতুর্থবার ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ। আর পঞ্চমবার প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। শেষ পর্যন্ত ২২৪টি আসন পেয়েছে তার নেতৃত্বাধীন দল। জাতীয় পার্টি (জাপা) জিতেছে ১১টি। ৬২টিতে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী। কল্যাণ পার্টি ১টি আসন পেয়েছে।
৩০০ আসনের মধ্যে ২৯৮টির ফল ঘোষণা করা হয়েছে। ১টি আসনে প্রার্থীর মৃত্যুর জন্য ভোট হয়নি। অন্য আসনে প্রার্থীর পদ বাতিল করা হয়েছে। সিইসি জানিয়েছে, সবমিলিয়ে ৭ জানুয়ারির নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৪২ শতাংশ।