নওগাঁয় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩
- আপডেট সময় : ০৫:৪৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
- / ৪২৩ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় ড্রাম ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী।
নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার চক এনায়েত মহল্লার মো. কাদির এর ছেলে রবিউল ইসলাম (৩০) একই এলাকার সিরাজুল ইসলাম এর ছেলে মো. রাজন ( ৩৫) এবং নিহত অপরজনের নাম পরিচয় জানা যায়নি। এছাড়া এ ঘটনায় আহত ৫জনের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও প্রাথমিক অবস্থায় নাম -পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ১০ চাকার একটি ড্রাম টাক রাজশাহী দিকে যাচ্ছিলেন। এসময় রাজশাহী থেকে আসা একটি পিকআপের সাথে শ্রীরামপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর অপরজন মারা যায়।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক আনন্দ কুমার বলেন, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আর হাসপাতালে নিয়ে আসার পর একজনের মৃত্যু হয়েছে। আহত ৫জনের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন- ঘটনাস্থলেই ২জন মারা যায়। আর হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যায়। আহত হয়েছেন ৫জন। আহতদের মধ্যে একজনকে রাজাশাহী পাঠানো হয়েছে। নিহত দুইজনের নাম পরিচয় জানা গেলেও অপর একজনের নাম পরিচয় জানা যায়নি। আমরা সাবির্ক বিষয় তদন্ত করছি। ধারনা করা হচ্ছে নিহত ও আহতরা পিকআপের যাত্রী ছিলেন।