স্বস্তির খবর পেয়েছে ব্রাজিল
- আপডেট সময় : ০৫:১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
- / ৪৩৫ বার পড়া হয়েছে
শঙ্কার মেঘ জমা হয়েছিল ব্রাজিলের ফুটবল আকাশে। বিশ্বকাপ বাছাইয়ে টানা ব্যর্থতা ছাপিয়ে আলোচনায় আসে বোর্ড সভাপতির পদ নিয়ে নাটক। শেষমেষ আদালতের নির্দেশে গত ডিসেম্বরে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতির পদ ছাড়তে বাধ্য হন এদনালদো রদ্রিগেস। সিবিএফের ওপর প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ এনে ব্রাজিলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এ মাসের শুরুতে আদালতের নির্দেশে সভাপতির পদ ফিরে পান রদ্রিগেস। স্বপদে পুনর্বহালের চব্বিশ ঘণ্টার মধ্যে জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচ ফের্নাদো জিনিসকে ছাঁটাই করেন তিনি। নতুন কোচ হিসেবে দরিভাল জুনিয়রের নিয়োগ প্রক্রিয়াও শেষ পর্যায়ে। কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। এমন সময়ে স্বস্তির খবর পেয়েছে সেলেসাওরা।
লাতিন আমেরিকার দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফিফা। আন্তর্জাতিক ফুটবলের অভিভাবক সংস্থাটির আইন বিষয়ক পরিচালক এমিলিও গার্সিয়া সোমবার রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গার্সিয়া বলেছেন, ‘ব্রাজিল ফুটবলের অবাধ ও গণতান্ত্রিক সিদ্ধান্তের ভিত্তিতে এদনালদোকে (রদ্রিগেস) সভাপতি পদে পুনর্বহাল করা হয়েছে। আমরা উচ্চ আদালতের রায়ে স্বস্তি পেয়েছি।’
নিষেধাজ্ঞার কথা মনে করিয়ে দিয়ে ফিফার আইন পরিচালক বলেছেন, ‘ব্রাজিল ফুটবলের নির্বাচিত সভাপতির দায়িত্ব ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। ব্রাজিল ফুটবল আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে ছিল। উচ্চ আদালতের সিদ্ধান্তের পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’
এর আগে ২০২২ সালে নির্বাচনে জিতে সিবিএফের সভাপতির পদে বসেন রদ্রিগেস। গত বছরের ৭ ডিসেম্বর ব্রাজিলের রিও ডি জেনিরোর আদালত রদ্রিগেসের পদ বাতিল করে ৩০ দিনের মধ্যে নতুন নির্বাচনের নির্দেশনা দেয়।
বোর্ডের ওপর প্রশাসনের হস্তক্ষেপের অভিযোগ এনে ফিফা এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রমাণ মিললে ব্রাজিলকে আন্তর্জাতিক ফুটবলকে নিষিদ্ধ করার মতো সিদ্ধান্তও আসতে পারে। কনফেমবেলও তখন ফিফার সুরে সুর মিলায়। অন্যদিকে ব্রাজিলকে তড়িঘড়ি করে সভাপতির নির্বাচন আয়োজন না করার কথা জানায় ফিফা। এরপর রদ্রিগেসের পদ ফিরিয়ে দেয় ব্রাজিলের আদালত।
এদিকে ফিফা ও কনমেবলের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন রদ্রিগেস। এখন কাজে মনোযোগ দিতে চান সিবিএফ সভাপতি, ‘এটা এমন একটা মুহূর্ত, যা ব্রাজিল ফুটবলের স্বাভাবিকতা ফিরিয়ে আনবে। এখন থেকে ব্রাজিলের ফুটবল উন্নয়নে মনোনিবেশ করতে চাই। আমি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচিত হয়েছিলাম। যখন (বোর্ডের) স্বায়ত্তশাসন পুনরুদ্ধার হয়, তখন ব্রাজিলের ফুটবল জয়ী হয়। এখন থেকে আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় দল ও ব্রাজিলের ক্লাবের খেলতে কোনো বাধা নেই।