ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিরোধী দল না, মানসিকতা থাকলেই বিরোধিতা করা যায়: ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • / ৪২৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরোধী দল না, মানসিকতা থাকলেই বিরোধিতা করা যায় বলে মন্তব্য করেছেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও সামাজিক মাধ্যমে পরিচিত মুখ সৈয়দ সায়েদুল হক সুমন (ব্যারিস্টার সুমন)। দ্বাদশ জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে জয় লাভ করার পর আজ বুধবার সংসদে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এমপি হওয়ার পর তাঁর কাজ নিয়ে জানতে চাইলে ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি সংসদে যেসব জিনিস সম্ভব সেগুলো তুলে আনব। বিশেষ করে প্রবাসীদের অধিকারের কথা, চা বাগানের শ্রমিকদের কথা– এরকম আরও যেসব বিষয় সংসদে তোলার মতো, সেগুলো তুলে ধরব। আর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, এইটা আমার সব জায়গায় চলতে থাকবে। সামজিক মাধ্যম কিংবা সংসদ সব জায়গায় এই বিষয় নিয়ে প্রতিবাদ করব।’

নবনির্বাচিত এই এমপি বলেন, ‘এইখানে (সংসদ) তো এসেছি পাঁচ বছরের জন্য। এই পাঁচ বছর আমার জীবনের খুব ইভেকটিভ টাইম হিসেবে কাজ করতে চাই।’

স্বতন্ত্র প্রার্থীরা যদি বিরোধী দলে থাকে তাহলে আপনি কি মনে করেন সে ক্ষেত্রে কি আরও জোর দিয়ে কথা বলা কিংবা দাবি আদায় করা যায়?– এমন প্রশ্নের উত্তরে র‍্যারিস্টার সুমন বলেন, ‘কোথায় থাকলে কী হবে সেটা আমি জানি না, তবে ব্যক্তিগত চরিত্রের মধ্যে যদি প্রতিবাদ থাকে তাহলে আপনি পারবেন। বিরোধী দল হতে হবে না, রাষ্ট্রের বিপরীতে যায় এমন যেকোনো কিছুর ক্ষেত্রে মানসিকতা থাকলে যে কোনো ফরমেটে বিরোধিতা করা যায়।’

সামাজিক মাধ্যমে যেভাবে সক্রিয় ছিলেন সংসদে কী ভূমিকায় সক্রিয় থাকবেন? এমন প্রশ্নে সুমন বলেন, ‘স্বাভাবিক ভূমিকায়। সামাজিক মাধ্যমে যেভাবে নির্যাতিত মানুষদের হয়ে কথা বলেছি, সংসদে সংসদের ফরমেটে কথা বলব।’

উল্লেখ্য, হবিগঞ্জ-৪ আসনে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন সৈয়দ সায়েদুল হক সুমন।

নিউজটি শেয়ার করুন

বিরোধী দল না, মানসিকতা থাকলেই বিরোধিতা করা যায়: ব্যারিস্টার সুমন

আপডেট সময় : ০৮:০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

বিরোধী দল না, মানসিকতা থাকলেই বিরোধিতা করা যায় বলে মন্তব্য করেছেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও সামাজিক মাধ্যমে পরিচিত মুখ সৈয়দ সায়েদুল হক সুমন (ব্যারিস্টার সুমন)। দ্বাদশ জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে জয় লাভ করার পর আজ বুধবার সংসদে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এমপি হওয়ার পর তাঁর কাজ নিয়ে জানতে চাইলে ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি সংসদে যেসব জিনিস সম্ভব সেগুলো তুলে আনব। বিশেষ করে প্রবাসীদের অধিকারের কথা, চা বাগানের শ্রমিকদের কথা– এরকম আরও যেসব বিষয় সংসদে তোলার মতো, সেগুলো তুলে ধরব। আর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, এইটা আমার সব জায়গায় চলতে থাকবে। সামজিক মাধ্যম কিংবা সংসদ সব জায়গায় এই বিষয় নিয়ে প্রতিবাদ করব।’

নবনির্বাচিত এই এমপি বলেন, ‘এইখানে (সংসদ) তো এসেছি পাঁচ বছরের জন্য। এই পাঁচ বছর আমার জীবনের খুব ইভেকটিভ টাইম হিসেবে কাজ করতে চাই।’

স্বতন্ত্র প্রার্থীরা যদি বিরোধী দলে থাকে তাহলে আপনি কি মনে করেন সে ক্ষেত্রে কি আরও জোর দিয়ে কথা বলা কিংবা দাবি আদায় করা যায়?– এমন প্রশ্নের উত্তরে র‍্যারিস্টার সুমন বলেন, ‘কোথায় থাকলে কী হবে সেটা আমি জানি না, তবে ব্যক্তিগত চরিত্রের মধ্যে যদি প্রতিবাদ থাকে তাহলে আপনি পারবেন। বিরোধী দল হতে হবে না, রাষ্ট্রের বিপরীতে যায় এমন যেকোনো কিছুর ক্ষেত্রে মানসিকতা থাকলে যে কোনো ফরমেটে বিরোধিতা করা যায়।’

সামাজিক মাধ্যমে যেভাবে সক্রিয় ছিলেন সংসদে কী ভূমিকায় সক্রিয় থাকবেন? এমন প্রশ্নে সুমন বলেন, ‘স্বাভাবিক ভূমিকায়। সামাজিক মাধ্যমে যেভাবে নির্যাতিত মানুষদের হয়ে কথা বলেছি, সংসদে সংসদের ফরমেটে কথা বলব।’

উল্লেখ্য, হবিগঞ্জ-৪ আসনে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন সৈয়দ সায়েদুল হক সুমন।