ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জিডিপি প্রবৃদ্ধি কমার আভাস দিল বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট সময় : ০৬:৫৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি কমার আভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, ২০২৩-২৪ অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পাঁচ দশমিক ছয় শতাংশ হতে পারে। বুধবার প্রকাশিত বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। বিশ্বব্যাংক বলছে, উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক বাণিজ্যের চাপ, আর্থিক খাতের ঝুঁকি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

চলতি অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধি সাড়ে সাত শতাংশে নেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। যদিও দাতা সংস্থা বিশ্বব্যাংক বলছে, প্রবৃদ্ধি হতে পারে পাঁচ দশমিক ছয় শতাংশ। যদিও গেল জুনে প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি ছয় দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধির আভাস দিয়েছিল।

অর্থনীতিবিদ কে এস মুরশিদ বলেন, বিশ্বব্যাংকের হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে মূল্যস্ফীতির চাপ কমলে প্রবৃদ্ধির হার কিছুটা বাড়বে। আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৮ শতাংশ। উপযুক্ত জায়গায় উপযুক্ত মানুষ বসালে ভালো একটা আউটপুট আসবে, যে জন্য দরকার ভালো দক্ষতার লিডারশিপ।

হালনাগাদ প্রতিবেদনে বিশ্বব্যাংক আরও জানিয়েছে, চলতি বছর বাংলাদেশের মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখীই থাকবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিম্নমুখী থাকায় আমদানিতে ধীরগতি দেখা যাবে। রপ্তানি আয়ও আশাব্যঞ্জক নয়। সেই সঙ্গে সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনের আগে, রাজনৈতিক অনিশ্চয়তাও বেসরকারি বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করেছে। এ সবকিছুর প্রভাব উৎপাদন ও প্রবৃদ্ধিতে পড়বে বলে আশঙ্কা করছে সংস্থাটি। অর্থনীতিকে গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

জিডিপি প্রবৃদ্ধি কমার আভাস দিল বিশ্বব্যাংক

আপডেট সময় : ০৬:৫৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি কমার আভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, ২০২৩-২৪ অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পাঁচ দশমিক ছয় শতাংশ হতে পারে। বুধবার প্রকাশিত বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। বিশ্বব্যাংক বলছে, উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক বাণিজ্যের চাপ, আর্থিক খাতের ঝুঁকি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

চলতি অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধি সাড়ে সাত শতাংশে নেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। যদিও দাতা সংস্থা বিশ্বব্যাংক বলছে, প্রবৃদ্ধি হতে পারে পাঁচ দশমিক ছয় শতাংশ। যদিও গেল জুনে প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি ছয় দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধির আভাস দিয়েছিল।

অর্থনীতিবিদ কে এস মুরশিদ বলেন, বিশ্বব্যাংকের হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে মূল্যস্ফীতির চাপ কমলে প্রবৃদ্ধির হার কিছুটা বাড়বে। আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৮ শতাংশ। উপযুক্ত জায়গায় উপযুক্ত মানুষ বসালে ভালো একটা আউটপুট আসবে, যে জন্য দরকার ভালো দক্ষতার লিডারশিপ।

হালনাগাদ প্রতিবেদনে বিশ্বব্যাংক আরও জানিয়েছে, চলতি বছর বাংলাদেশের মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখীই থাকবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিম্নমুখী থাকায় আমদানিতে ধীরগতি দেখা যাবে। রপ্তানি আয়ও আশাব্যঞ্জক নয়। সেই সঙ্গে সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনের আগে, রাজনৈতিক অনিশ্চয়তাও বেসরকারি বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করেছে। এ সবকিছুর প্রভাব উৎপাদন ও প্রবৃদ্ধিতে পড়বে বলে আশঙ্কা করছে সংস্থাটি। অর্থনীতিকে গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।