ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘বাংলাদেশের জনগণের প্রত্যাশার জায়গা থেকে যুক্তরাষ্ট্র সরেনি’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • / ৪২৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের প্রত্যাশার জায়গা থেকে যুক্তরাষ্ট্র সরেনি বলে আশ্বস্ত করেছে হোয়াইট হাউজ। বলেছে, এই বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির কোন পরিবর্তন হয়নি।

স্থানীয় সময় বুধবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সদ্য সমাপ্ত বাংলাদেশের নির্বাচন ও বিরোধীদলের ওপর সরকারি নিপীড়ন নিয়ে প্রশ্নের জবাবে একথা বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি।

তিনি বলেন, আমরা স্পষ্টতই এখনও বিশ্বব্যাপী কার্যকর এবং গতিশীল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বে বিশ্বাস করি। এবং বাংলাদেশি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের চাওয়া বা আকাঙ্ক্ষার কিছুই পরিবর্তন হয়নি। আমাদের সেই আকাঙ্ক্ষার মধ্যে একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশাও রয়েছে।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে কারাদণ্ড দেয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সরাসরি এর উত্তর না দিয়ে কিরবি বলেন, ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেলেও ভূষিত হয়েছেন। নববর্ষের প্রথম দিনে তাকে ৬ মাসের কারাদণ্ড দেয় বাংলাদেশের একটি আদালত। ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই রায় দেওয়া হয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে ড. ইউনূসের অসাধারণ অবদান রয়েছে। তাকে কারাদণ্ড দেওয়ার বিষয়টিসহ প্রেসিডেন্ট বাইডেন কি বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত?

জবাবে কিরবি এর সরাসরি কোনও উত্তর না দিয়ে প্রশ্নটি গ্রহণ করার কথা জানান।

নিউজটি শেয়ার করুন

‘বাংলাদেশের জনগণের প্রত্যাশার জায়গা থেকে যুক্তরাষ্ট্র সরেনি’

আপডেট সময় : ০৬:৩৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের প্রত্যাশার জায়গা থেকে যুক্তরাষ্ট্র সরেনি বলে আশ্বস্ত করেছে হোয়াইট হাউজ। বলেছে, এই বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির কোন পরিবর্তন হয়নি।

স্থানীয় সময় বুধবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সদ্য সমাপ্ত বাংলাদেশের নির্বাচন ও বিরোধীদলের ওপর সরকারি নিপীড়ন নিয়ে প্রশ্নের জবাবে একথা বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি।

তিনি বলেন, আমরা স্পষ্টতই এখনও বিশ্বব্যাপী কার্যকর এবং গতিশীল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বে বিশ্বাস করি। এবং বাংলাদেশি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের চাওয়া বা আকাঙ্ক্ষার কিছুই পরিবর্তন হয়নি। আমাদের সেই আকাঙ্ক্ষার মধ্যে একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশাও রয়েছে।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে কারাদণ্ড দেয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সরাসরি এর উত্তর না দিয়ে কিরবি বলেন, ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেলেও ভূষিত হয়েছেন। নববর্ষের প্রথম দিনে তাকে ৬ মাসের কারাদণ্ড দেয় বাংলাদেশের একটি আদালত। ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই রায় দেওয়া হয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে ড. ইউনূসের অসাধারণ অবদান রয়েছে। তাকে কারাদণ্ড দেওয়ার বিষয়টিসহ প্রেসিডেন্ট বাইডেন কি বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত?

জবাবে কিরবি এর সরাসরি কোনও উত্তর না দিয়ে প্রশ্নটি গ্রহণ করার কথা জানান।