দেশে দারিদ্যের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় দীপু মনি বলেন, ‘হতদরিদ্রের হার ৫ দশমিক ৬ এ নেমে এসেছে, সেটাকে শূন্যের কোঠায় আনার সর্বোচ্চ চেষ্টা করব। বঙ্গবন্ধুকন্যা যেই স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করব।’
বিএনপি প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘যারা নশকতা করে, যারা দেশবিরোধী, যারা ধ্বংসাত্মক কার্যকলাপ করে তাদের কোনো দল নেই। এগুলো যারা করে তাদের রাজনৈতিক দল বলা ঠিক না।’
মন্ত্রী বলেন, ‘নতুন মন্ত্রণালয়ে যাব রোববার। তারপর বুঝব নতুন কী কী চ্যালেঞ্জ আছে। এটা খুব বড় সেক্টর। বঙ্গবন্ধু যে কল্যাণ রাষ্ট্র করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুকন্যা যে বৈষম্য দূর করতে চেয়েছিলেন। এটা সেই মন্ত্রণালয়। সেই কাজটি অতীতের ধারাবাহিকতা ও নতুন নতুন পদক্ষেপ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ করা হবে।’