ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পবিত্র শবে মেরাজ ৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • / ৪৩৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আগামী ৮ ফেব্রুয়ারি (২৬ রজব) বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে। আগামী রোববার থেকে ১৪৪৫ হিজরি সনের রজব মাস গণনা শুরু হবে।

শুক্রবার রাতে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়েব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নায়েব আলী বলেন, শুক্রবার রাতে দেশের আকাশসীমার কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখতে পাওয়া যায়নি। এ জন্য আগামী রোববার (১৪ জানুয়ারি) থেকে ১৪৪৫ হিজরি সনের রজব মাসের গণনা শুরু হবে। সে হিসেবে ২৬ রজব তথা শবে মেরাজের রাত পড়েছে আগামী ৮ ফেব্রুয়ারি।

এর আগে এদিন সন্ধ্যায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণের জন্য এবং রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় একটি বৈঠক করে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হয় বৈঠকের। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান।

প্রসঙ্গত, আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হজরত মুহাম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন।

লাইলাতুল মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। রাতটি শবে মেরাজ নামে ভারতীয় উপমহাদেশে অধিক পরিচিত। অনেকে নফল রোজাও রাখেন এ দিন।

আমাদের দেশে এদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এ দিন ঐচ্ছিক ছুটি।

নিউজটি শেয়ার করুন

পবিত্র শবে মেরাজ ৮ ফেব্রুয়ারি

আপডেট সময় : ০৫:১৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪

পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আগামী ৮ ফেব্রুয়ারি (২৬ রজব) বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে। আগামী রোববার থেকে ১৪৪৫ হিজরি সনের রজব মাস গণনা শুরু হবে।

শুক্রবার রাতে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়েব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নায়েব আলী বলেন, শুক্রবার রাতে দেশের আকাশসীমার কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখতে পাওয়া যায়নি। এ জন্য আগামী রোববার (১৪ জানুয়ারি) থেকে ১৪৪৫ হিজরি সনের রজব মাসের গণনা শুরু হবে। সে হিসেবে ২৬ রজব তথা শবে মেরাজের রাত পড়েছে আগামী ৮ ফেব্রুয়ারি।

এর আগে এদিন সন্ধ্যায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণের জন্য এবং রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় একটি বৈঠক করে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হয় বৈঠকের। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান।

প্রসঙ্গত, আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হজরত মুহাম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন।

লাইলাতুল মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। রাতটি শবে মেরাজ নামে ভারতীয় উপমহাদেশে অধিক পরিচিত। অনেকে নফল রোজাও রাখেন এ দিন।

আমাদের দেশে এদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এ দিন ঐচ্ছিক ছুটি।