ইশতেহার বাস্তবায়নই সরকারের প্রধান লক্ষ্য: কাদের
- আপডেট সময় : ০৬:৪১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
- / ৪১৫ বার পড়া হয়েছে
নবনিযুক্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই নতুন সরকারের প্রধান লক্ষ্য।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন ।
ওবায়দুল কাদের বলেন, সরকারের সামনে এখন রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক-এই তিনটি চ্যালেঞ্জ । তিনি বলেন, সংসদের ভেতরে-বাইরে নানামুখী চাপ সামাল দিতে হবে আওয়ামী লীগ সরকারকে। তারমধ্যে এই তিনটি বিষয় চ্যালেঞ্জের।
তিনি বলেন, এই চ্যালেঞ্জের বেশিরভাগ হচ্ছে বিশ্ব সংকটের বাস্তবতার ফল। এসব থেকে বাংলাদেশকে মুক্ত করা সহজ না।
নতুন মন্ত্রিসভা স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘স্মার্ট বাংলাদেশ আমাদের লক্ষ্য। আমাদের চলার পথ কখনোই পুষ্প বিছানো ছিল না। আমাদের জন্ম থেকেই এ পথ কণ্টকার্কীণ ছিল। আমরা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এ পথ সহজ করেছি। সামনে আরও সহজ হবে।
নতুন মন্ত্রিসভার কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা মন্ত্রিসভার মিটিং করব। এরপর যার যার মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী যে সব নির্দেশনা দেবেন, বিশেষ করে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই আমাদের মূল কাজ।’