ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যুক্তরাষ্ট্রকে সংযত থাকার আহ্বান সৌদির

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • / ৪৩৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার যুদ্ধের দামামা বেজে উঠেছে ইয়েমেনে। ইয়েমেনে হুথি গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে এর ‘চরম মূল্য’ দিতে হবে দেশ দুটিকে বলে হুঁশিয়ার করেছে হুথি। আর এ পরিস্থিতিতে লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তায় উদ্বেগ জানিয়েছে সৌদি আরব।

শুক্রবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মিত্রদের সংযম দেখানোর আহ্বান জানিয়ে উত্তেজনা এড়াতে বলেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, রিয়াদ গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বৃহস্পতিবার রাতে হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে সম্প্রতি যেসব হামলা চালিয়ে আসছে তার জবাবে হুতিদের লক্ষ্য করে সরাসরি এ হামলা চালালো যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। রাজধানী সানার হুদাইদাহে হুথি লোহিত সাগর বন্দর, ধামার ও উত্তর-পশ্চিমাঞ্চলে হুথিদের শক্ত ঘাঁটিতে হামলা করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে ইয়েমেনের হুথি যোদ্ধারা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে এযাবৎকালের সবচেয়ে বড় হামলা চালায়। মার্কিন কর্মকর্তারা বুধবার বিবৃতিতে জানায়, আনুমানিক ৫০টি বাণিজ্যিক জাহাজ তাদের হামলার আওতায় ছিলো। হুথিরা বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এসব হামলা চালায়। সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রকে সংযত থাকার আহ্বান সৌদির

আপডেট সময় : ০৪:৫৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪

এবার যুদ্ধের দামামা বেজে উঠেছে ইয়েমেনে। ইয়েমেনে হুথি গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে এর ‘চরম মূল্য’ দিতে হবে দেশ দুটিকে বলে হুঁশিয়ার করেছে হুথি। আর এ পরিস্থিতিতে লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তায় উদ্বেগ জানিয়েছে সৌদি আরব।

শুক্রবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মিত্রদের সংযম দেখানোর আহ্বান জানিয়ে উত্তেজনা এড়াতে বলেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, রিয়াদ গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বৃহস্পতিবার রাতে হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে সম্প্রতি যেসব হামলা চালিয়ে আসছে তার জবাবে হুতিদের লক্ষ্য করে সরাসরি এ হামলা চালালো যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। রাজধানী সানার হুদাইদাহে হুথি লোহিত সাগর বন্দর, ধামার ও উত্তর-পশ্চিমাঞ্চলে হুথিদের শক্ত ঘাঁটিতে হামলা করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে ইয়েমেনের হুথি যোদ্ধারা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে এযাবৎকালের সবচেয়ে বড় হামলা চালায়। মার্কিন কর্মকর্তারা বুধবার বিবৃতিতে জানায়, আনুমানিক ৫০টি বাণিজ্যিক জাহাজ তাদের হামলার আওতায় ছিলো। হুথিরা বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এসব হামলা চালায়। সূত্র: রয়টার্স