তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন চীনবিরোধী উইলিয়াম লাই
- আপডেট সময় : ০৪:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / ৪১৬ বার পড়া হয়েছে
তাইওয়ানের জাতীয় নির্বাচনে জয় পেয়েছে দেশটির ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি)। এর মধ্য দিয়ে দেশটির নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন দলটির প্রেসিডেন্ট পদপ্রার্থী উইলিয়াম লাই চিং–তে। তিনি চীনবিরোধী হিসেবে পরিচিত। শনিবারের জাতীয় নির্বাচনের আগে তাঁকে ‘সমস্যা সৃষ্টিকারী’ হিসেবে আখ্যায়িত করেছিল চীন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিনতাং (কেএমটি নামে পরিচিত) পরাজয় মেনে নিয়েছে। এমনটাই জানিয়েছেন দলটির সর্বোচ্চ নেতা হো ইউ–ইহ। নির্বাচনের এই ফল নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি চীন।
দ্বীপরাষ্ট্র তাইওয়ানে শনিবার সকালে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেলে। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ শতাংশ ভোট পেয়েছেন উইলিয়াম লাই চিং–তে।
চীনের সঙ্গে তাইওয়ানের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে—তা অনেকটাই নির্ভর করছে এ নির্বাচনের ওপর। কারণ বহুদিন ধরেই ‘স্বায়ত্বশাসন’ প্রশ্নে মুখোমুখি অবস্থান নিয়ে আছে এ দুটি দেশ। এর সঙ্গে ভূরাজনৈতিক কারণে তাইওয়ানের পক্ষ নিয়েছে আমেরিকা।