কানাডার অন্টারিও ও কিউবেক জুড়ে ভারী তুষারঝড়ে বিধ্বস্ত জনজীবন। তুষার ঝড়ের দাপটে বরফ জমে সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ রাখা হয়েছে একাধিক মহাসড়ক। বিশেষত দেশগুলোতে একটা বড় অংশের জনজীবন পুরোপুরি বিধ্বস্ত।
আবহাওয়াবিদ জিন-ফিলিপ বেগিন দেশটির গণমাধ্যমকে বলেছেন, "কুইবেক শহরের কাছাকাছি অঞ্চলগুলোর জন্য বিশেষ আবহাওয়ার বিবৃতি জানানো হয়েছে। তিনি বলেন, শনিবার (১৩ই জানুয়ারি) দিনের একটি বর্ধিত সময়ের জন্য বিশেষ করে শক্তিশালী বাতাস এবং ভারী তুষারপাত অনুভব হবে। এদিকে কুইবেকের হাইড্রো ইউটিলিটি সোশ্যাল মিডিয়া বলেছে, প্রায় ১৫০টি দল প্রস্তুত রয়েছে।
এর আগে গতকাল (১২ই জানুয়ারি) শুক্রবার অন্টারিও এবং কুইবেকএর বড় অংশের জন্য আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, ভারী বৃষ্টির পর বন্যার কবলে পড়া আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলের পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অঞ্চলটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যের বহু এলাকা এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে আছে।
নিউ জার্সির প্যাসাইক নদীর তীরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদী প্লাবিত হয়ে আশেপাশের বেশ কিছু এলাকায় পানি ঢুকে পড়েছে, সরিয়ে নেয়া হয়েছে স্থানীয়দের।
এছাড়া ঘন কুয়াশা ও তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে ভারতের উত্তরাঞ্চল। ১৫ই জানুয়ারি পর্যন্ত এ অবস্থা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
আয়তনের দিক থেকে কিউবেকের পরেই অন্টারিও এর অবস্থান। অন্টারিওর পশ্চিমে কানাডার ম্যানিটোবা প্রদেশ এবং পূর্বে কিউবেক প্রদেশ।