ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সরকারের স্মার্ট যাত্রা তাদের মরণযাত্রায় পরিণত হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • / ৪১৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ সরকারের স্মার্ট যাত্রা তাদের মরণযাত্রায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, নীপিড়ন অত্যাচারে কারাগারে রাজবন্দীরা দম বন্ধ জীবনযাপন করছে। সব মানবিক মৌলিক অধিকারহরণ করে নীপিড়ন করা হচ্ছে। অসুস্থদের সুচিকিৎসার ব্যবস্থা না করে কম্পাউন্ডার দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাতে চিকিৎসার ব্যবস্থা নেই। গেলো কয়েক সপ্তাহে রাজবন্দীদের কারাগারে ১১ জনের মৃত্যু অতীতের সব রেকর্ড ভেঙেছে।

রিজভী বলেন, ৭ জানুয়ারির নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এ নির্বাচন শুধু দেশ নয়, আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্যতা হারিয়েছে। ডামি নির্বাচনের মধ্যদিয়ে ডামি সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে ডামি প্রধান নির্বাচন কমিশনার ঘুমিয়ে থেকে নির্বাচনের নামে যেই সংসদের জন্ম দিয়েছে, আগামীতে দেশে জনগণের ভোটে সরকার গঠিত হলে প্রতিটি টাকার হিসাব দিতে হবে।

রিজভী বলেন, জনগণকে শিকারে পরিনত করে ক্ষমতাসীনরা যে আনন্দ করছে তা করুন পরিনতির দিকে নিয়ে যাবে তাদের পরাজয়ের মধ্যদিয়ে।আন্দোলনের স্রোতে তারা পরাজিত হবে। কখন কোন পরিস্থিতি হবে তা বলা না গেলেও জনগণের আন্দোলন বৃথা যাবে না। এখন আন্দোলন কোন পর্যায়ে যাবে শরীকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে।

বিএনপির এই নেতা বলেন, কারাবন্দী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী ও হাজার হাজার নেতাকর্মীরা অসুস্থ অবস্থায় চিকিৎসা না পেয়ে অমানবিক জীবনযাপন করছেন। গণতন্ত্রকামী বিরোধী দলসহ আন্তর্জাতিক অধিকার গ্রুপ এবং গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে বিরোধীদের ওপর সরকারি নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হলেও রক্তপিপাসু ফ্যাসিস্ট সরকার সেগুলোয় ভ্রুক্ষেপ করছে না।

নিউজটি শেয়ার করুন

সরকারের স্মার্ট যাত্রা তাদের মরণযাত্রায় পরিণত হবে: রিজভী

আপডেট সময় : ০৮:৫২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪

আওয়ামী লীগ সরকারের স্মার্ট যাত্রা তাদের মরণযাত্রায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, নীপিড়ন অত্যাচারে কারাগারে রাজবন্দীরা দম বন্ধ জীবনযাপন করছে। সব মানবিক মৌলিক অধিকারহরণ করে নীপিড়ন করা হচ্ছে। অসুস্থদের সুচিকিৎসার ব্যবস্থা না করে কম্পাউন্ডার দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাতে চিকিৎসার ব্যবস্থা নেই। গেলো কয়েক সপ্তাহে রাজবন্দীদের কারাগারে ১১ জনের মৃত্যু অতীতের সব রেকর্ড ভেঙেছে।

রিজভী বলেন, ৭ জানুয়ারির নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এ নির্বাচন শুধু দেশ নয়, আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্যতা হারিয়েছে। ডামি নির্বাচনের মধ্যদিয়ে ডামি সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে ডামি প্রধান নির্বাচন কমিশনার ঘুমিয়ে থেকে নির্বাচনের নামে যেই সংসদের জন্ম দিয়েছে, আগামীতে দেশে জনগণের ভোটে সরকার গঠিত হলে প্রতিটি টাকার হিসাব দিতে হবে।

রিজভী বলেন, জনগণকে শিকারে পরিনত করে ক্ষমতাসীনরা যে আনন্দ করছে তা করুন পরিনতির দিকে নিয়ে যাবে তাদের পরাজয়ের মধ্যদিয়ে।আন্দোলনের স্রোতে তারা পরাজিত হবে। কখন কোন পরিস্থিতি হবে তা বলা না গেলেও জনগণের আন্দোলন বৃথা যাবে না। এখন আন্দোলন কোন পর্যায়ে যাবে শরীকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে।

বিএনপির এই নেতা বলেন, কারাবন্দী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী ও হাজার হাজার নেতাকর্মীরা অসুস্থ অবস্থায় চিকিৎসা না পেয়ে অমানবিক জীবনযাপন করছেন। গণতন্ত্রকামী বিরোধী দলসহ আন্তর্জাতিক অধিকার গ্রুপ এবং গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে বিরোধীদের ওপর সরকারি নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হলেও রক্তপিপাসু ফ্যাসিস্ট সরকার সেগুলোয় ভ্রুক্ষেপ করছে না।