নির্বাচনের পরও বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন ও গ্রেফতার থেমে নেই বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
আজ (১৪ই জানুয়ারি) দুপুরে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৭ই জানুয়ারির নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখাত হয়ে সরকার এখন পতন আতঙ্কে ভুগছে।
তিনি আরও বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে। রিজভী দাবি করেন, গত ৭ জানুয়ারির নির্বাচনে সরকারকে লাল কার্ড দেখিয়েছে জনগণ।
তিনি বলেন, জনগণ থেকে প্রত্যাখাত হয়ে সরকার এখন পতন আতঙ্কে ভুগছে। তাই তড়িঘড়ি করে শপথ নিয়েছে তারা।
গণ আন্দোলনে ক্ষমতাসীনরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচন দিতে বাধ্য হবে বলেও দাবি করেন তিনি।
বিএনপি শিগগিরই নতুন কর্মসূচি দেবে উল্লেখ করে রিজভী বলেন, রাজপথের আন্দোলনেই ক্ষমতাসীনদের হটানো হবে।