সচিবালয়ে কাজ শুরু করেছেন নতুন মন্ত্রী- প্রতিমন্ত্রীরা
- আপডেট সময় : ০৯:০০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
- / ৪১০ বার পড়া হয়েছে
শেষ পৌষের হাড় কাপানো ঠান্ডা হার মনেছে সচিবালয়ের কর্মচঞ্চলতার কাছে। ঘন কুয়াশার চাদর ভেদ করে সারি সাড়ি গাড়ি এসে ভিড় করেছে এই গন্তব্যে। কারণ নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রথম কর্মদিবস আজ। নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা আজ থেকে কাজ শুরু করেছেন। তাদের উপস্থিতিতে সচিবালয়ে আজ বেশ কর্ম চাঞ্চল্য।
সকাল নয়টা থেকেই সচিবালয়ে আসতে শুরু করে নতুন মন্ত্রিসভার সদস্যরা। উৎসবমুখরতায় তাদের বরণ করে নিতে আগে থেকেই তৈরি ছিলো মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ফুলেল অভ্যর্থনা জানানো হয় মন্ত্রী প্রতিমন্ত্রীদের।
উৎসবমুখর পরিবেশে মন্ত্রী প্রতিমন্ত্রীদের বরণ করে নিচ্ছেন তাদের দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। প্রথম দিন পরিচিত ও মতবিনিময় সেরে নেয়ার পাশাপাশি দায়িত্বভার বুঝে নিয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মন্ত্রণালয় নিয়ে নিজেদের কর্মপরিকল্পনার কথা জানিয়েছে নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রীরা।
দায়িত্বভার বুঝে নিয়ে নিজেদের কর্মপরিকল্পনা জানান মন্ত্রীরা। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন সম্ভাবনাময় পর্যটন খাতকে চাঙ্গা করা হবে। পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী বলেন মন্ত্রণালয়ের কাজে কোন ব্যত্যয় মেনে নেয়া হবে না।
পাটকে আবারও প্রধান রপ্তানি পণ্য বানানো কথা জানান নতুন বস্ত্র ও পাট মন্ত্রী। অন্যদিকে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। দক্ষ জনশক্তি তৈরি বিষয়কে গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
সচিবালয়ে এসেছিলেন আড়ের তথ্যমন্ত্রীকে বিদায় এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে স্বাগত জানায় কর্মকর্তারা। এ সময় নিজেরদের অনুভূতির কথা জানান মন্ত্রী-প্রতিমন্ত্রী।
নিজেদের দায়িত্ব শতভাগ নিষ্টার সাথে পালন করার প্রতিশ্র“তি দেন নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী প্রতিমন্ত্রী।