ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

২০১৪ ও ২০১৮’র নির্বাচনে ভারত বাংলাদেশের পাশে ছিলো: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • / ৪৬৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, ২০১৪ সালের নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিলো, সে সময় ভারত বাংলাদেশের পাশে ছিল। ২০১৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা হয়েছিল, তখনও ভারত পাশে ছিল। এবারও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায়ও ভারত পাশে ছিল এবং আছে। আর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেয়ায় ঢাকা ও দিল্লির সম্পর্ক আরো গতিশীল হবে।

ড. হাছান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ভারতীয় হাই কমিশনার বিনয় ভার্মার সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাতে দুই দেশের কানেক্টিভিটি ইস্যু, সীমান্ত হাট, এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। ভারত অতীতের মতো সরকারের পাশে রয়েছে বলেও জানান মন্ত্রী।

এসময় ভারতীয় হাই কমিশনার প্রণয়য় ভার্মা বলেন, নতুন সরকারের সাথে দু’দেশের সম্পর্ক উন্নয়নের অতীতের ধারাবাহিকতায় কাজ করবে তার দেশের সরকার। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয় সৌজন্য সাক্ষাতে।

নিউজটি শেয়ার করুন

২০১৪ ও ২০১৮’র নির্বাচনে ভারত বাংলাদেশের পাশে ছিলো: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:১৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪

পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, ২০১৪ সালের নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিলো, সে সময় ভারত বাংলাদেশের পাশে ছিল। ২০১৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা হয়েছিল, তখনও ভারত পাশে ছিল। এবারও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায়ও ভারত পাশে ছিল এবং আছে। আর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেয়ায় ঢাকা ও দিল্লির সম্পর্ক আরো গতিশীল হবে।

ড. হাছান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ভারতীয় হাই কমিশনার বিনয় ভার্মার সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাতে দুই দেশের কানেক্টিভিটি ইস্যু, সীমান্ত হাট, এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। ভারত অতীতের মতো সরকারের পাশে রয়েছে বলেও জানান মন্ত্রী।

এসময় ভারতীয় হাই কমিশনার প্রণয়য় ভার্মা বলেন, নতুন সরকারের সাথে দু’দেশের সম্পর্ক উন্নয়নের অতীতের ধারাবাহিকতায় কাজ করবে তার দেশের সরকার। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয় সৌজন্য সাক্ষাতে।