০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

তানজানিয়ায় সোনার খনি ধসে ২২ জনের মৃত্যু

তানজানিয়ার উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পর একটি অবৈধ সোনার খনি ধসে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার সিমিউ অঞ্চলের বারিয়াদি জেলার এনগালিতা খনিতে এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অঞ্চলটির বারিয়াদি জেলার প্রশাসক সাইমন সিমালেঙ্গা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ২৪ থেকে ৩৮ বছর বয়সী একদল লোক একটি অনিরাপদ জায়গা খনন করছিলেন। যদিও সরকার ওই খনিটি খননের অনুমোদন দেয়নি। এর আগেই তারা খননকাজ শুরু করে।

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ছোট খনির শ্রমিকরা তাদের পরিবারের জন্য জীবিকা নির্বাহ করার চেষ্টা করছিল

তানজানিয়ার সরকার ছোট আকারের খনির শ্রমিকদের নিরাপত্তার উন্নতির জন্য বছরের পর বছর ধরে কাজ করেছে। কিন্তু দেশটিতে এখনো অনিরাপদ এবং অনিয়ন্ত্রিত অবৈধ খনি খনন হয়। দক্ষিণ আফ্রিকা, ঘানা ও মালির পর আফ্রিকার চতুর্থ বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ তানজানিয়া।

তানজানিয়ায় সোনার খনি ধসে ২২ জনের মৃত্যু

আপডেট : ০৭:৪৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪

তানজানিয়ার উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পর একটি অবৈধ সোনার খনি ধসে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার সিমিউ অঞ্চলের বারিয়াদি জেলার এনগালিতা খনিতে এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অঞ্চলটির বারিয়াদি জেলার প্রশাসক সাইমন সিমালেঙ্গা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ২৪ থেকে ৩৮ বছর বয়সী একদল লোক একটি অনিরাপদ জায়গা খনন করছিলেন। যদিও সরকার ওই খনিটি খননের অনুমোদন দেয়নি। এর আগেই তারা খননকাজ শুরু করে।

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ছোট খনির শ্রমিকরা তাদের পরিবারের জন্য জীবিকা নির্বাহ করার চেষ্টা করছিল

তানজানিয়ার সরকার ছোট আকারের খনির শ্রমিকদের নিরাপত্তার উন্নতির জন্য বছরের পর বছর ধরে কাজ করেছে। কিন্তু দেশটিতে এখনো অনিরাপদ এবং অনিয়ন্ত্রিত অবৈধ খনি খনন হয়। দক্ষিণ আফ্রিকা, ঘানা ও মালির পর আফ্রিকার চতুর্থ বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ তানজানিয়া।