ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মিশরের ‘ইজ্জত’ রক্ষা করলেন সালাহ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • / ৪৬০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফ্রিকা কাপ অব নেশনসে চরম লজ্জার মুখে পড়তে যাচ্ছিল মিশর। পঞ্চমবারের মতো টুর্নামেন্টটি খেলতে আসা মোজাম্বিকের কাছে প্রায় হেরেই যাচ্ছিল তারা। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে মিশরের ‘ইজ্জত’ বাঁচিয়েছেন তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

মোজাম্বিক আফ্রিকা কাপ অব নেশনসের আগের চার আসরে ১২ ম্যাচ খেলে কোনোটিতেই জয়ের দেখা পায়নি। এবার আসরের প্রথম ম্যাচেই হট ফেভারিট মিশরের কঠিন পরীক্ষা নেয় তারা। জয়ের দারুণ সুযোগ হাতছাড়া করলেও মিশরের মতো দলের বিপক্ষে ড্র তাদের জন্য বড় অর্জনই বলা চলে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মিশর। ম্যাচের ২ মিনিটেই এগিয়ে যায় তারা। দারুণ ফিনিশিংয়ে মোস্তফা মোহাম্মদ দলকে এগিয়ে নেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে মোজাম্বিক। ম্যাচের ৫৫ মিনিটে দলটির মিডফিল্ডার ডোমিঙ্গোসের ক্রসে বল পেয়ে জালে জড়ান উইটি।

সমতায় ফিরে আরও উজ্জীবিত হয়ে উঠে মোজাম্বিক। ক্লেসিও বাকের দারুণ গোলে ২-১ গোলে এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়ে মিশর চেষ্টা করে ম্যাচে ফেরার। দারুণ কিছু আক্রমণও তৈরি করলেও সেগুলো থেকে গোল আদায় করতে পারছিল না তারা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে নিশ্চিত হারের হাত থেকে বাঁচিয়েছেন সালাহ।

নিউজটি শেয়ার করুন

মিশরের ‘ইজ্জত’ রক্ষা করলেন সালাহ

আপডেট সময় : ০৭:৩৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪

আফ্রিকা কাপ অব নেশনসে চরম লজ্জার মুখে পড়তে যাচ্ছিল মিশর। পঞ্চমবারের মতো টুর্নামেন্টটি খেলতে আসা মোজাম্বিকের কাছে প্রায় হেরেই যাচ্ছিল তারা। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে মিশরের ‘ইজ্জত’ বাঁচিয়েছেন তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

মোজাম্বিক আফ্রিকা কাপ অব নেশনসের আগের চার আসরে ১২ ম্যাচ খেলে কোনোটিতেই জয়ের দেখা পায়নি। এবার আসরের প্রথম ম্যাচেই হট ফেভারিট মিশরের কঠিন পরীক্ষা নেয় তারা। জয়ের দারুণ সুযোগ হাতছাড়া করলেও মিশরের মতো দলের বিপক্ষে ড্র তাদের জন্য বড় অর্জনই বলা চলে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মিশর। ম্যাচের ২ মিনিটেই এগিয়ে যায় তারা। দারুণ ফিনিশিংয়ে মোস্তফা মোহাম্মদ দলকে এগিয়ে নেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে মোজাম্বিক। ম্যাচের ৫৫ মিনিটে দলটির মিডফিল্ডার ডোমিঙ্গোসের ক্রসে বল পেয়ে জালে জড়ান উইটি।

সমতায় ফিরে আরও উজ্জীবিত হয়ে উঠে মোজাম্বিক। ক্লেসিও বাকের দারুণ গোলে ২-১ গোলে এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়ে মিশর চেষ্টা করে ম্যাচে ফেরার। দারুণ কিছু আক্রমণও তৈরি করলেও সেগুলো থেকে গোল আদায় করতে পারছিল না তারা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে নিশ্চিত হারের হাত থেকে বাঁচিয়েছেন সালাহ।