ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রথম রাউন্ডেই ভন্দ্রুসোভার বিদায়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • / ৪১৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাস ছয়েক আগে উইম্বলডনের শিরোপা জিতে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা মার্কেতা ভন্দ্রুসোভা। তার সামনে সুযোগ ছিল অস্ট্রেলিয়ান ওপেনেও সেই ধারাবাহিকতা ধরে রাখার। কিন্তু কে জানত, ২০২৪ এর শুরুতে বড়সড় ধাক্কা খেতে চলেছেন ২৪ বছর বয়সী এই তারকা। বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন উইম্বলডনের রানি।

আজ সোমবার (১৫ জানুয়ারি) প্রথম রাউন্ডের ম্যাচে ইউক্রেনের অবাছাই এক খেলোয়াড়ের সঙ্গে জিতেতে পারেননি ভন্দ্রুসোভা। ৬–১, ৬–২ গেমে দায়ানা ইয়াস্ত্রেমস্কার কাছে ভন্দ্রুসোভা হেরেছেন কোনো প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই।

ধারনা করা হচ্ছে, তার এমন অপ্রত্যাশিত হারের কারণ তার হিপ ইনজুরি। গত সপ্তাহে ওয়ার্ম আপ ম্যাচে এই কারণে কোর্ট ছেড়েছিলেন তিনি। মেলবোর্নের কোর্টে আজকেও একই সমস্যায় ভুগতে দেখা গেছে তাকে। ইয়াস্ত্রেমস্কা প্রথম সেটটি জেতেন মাত্র ৩১ মিনিটে। প্রথম সেটের ধারাবাহিকতা দ্বিতীয় সেটেও ধরে রাখেন ইয়াস্ত্রেমস্কা।

ভন্দ্রুসোভা জিততে না পারলেও পুরুষ এককে শীর্ষ বাছাই নোভাক জকোভিচ ঠিকই জয় তুলে নিয়েছেন। ১৮ বছর বয়সী দিনো প্রিজমিচকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখার অভিযানে একধাপ এগিয়ে গেলেন জকোভিচ।

নিউজটি শেয়ার করুন

প্রথম রাউন্ডেই ভন্দ্রুসোভার বিদায়

আপডেট সময় : ০৮:৩৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪

মাস ছয়েক আগে উইম্বলডনের শিরোপা জিতে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা মার্কেতা ভন্দ্রুসোভা। তার সামনে সুযোগ ছিল অস্ট্রেলিয়ান ওপেনেও সেই ধারাবাহিকতা ধরে রাখার। কিন্তু কে জানত, ২০২৪ এর শুরুতে বড়সড় ধাক্কা খেতে চলেছেন ২৪ বছর বয়সী এই তারকা। বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন উইম্বলডনের রানি।

আজ সোমবার (১৫ জানুয়ারি) প্রথম রাউন্ডের ম্যাচে ইউক্রেনের অবাছাই এক খেলোয়াড়ের সঙ্গে জিতেতে পারেননি ভন্দ্রুসোভা। ৬–১, ৬–২ গেমে দায়ানা ইয়াস্ত্রেমস্কার কাছে ভন্দ্রুসোভা হেরেছেন কোনো প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই।

ধারনা করা হচ্ছে, তার এমন অপ্রত্যাশিত হারের কারণ তার হিপ ইনজুরি। গত সপ্তাহে ওয়ার্ম আপ ম্যাচে এই কারণে কোর্ট ছেড়েছিলেন তিনি। মেলবোর্নের কোর্টে আজকেও একই সমস্যায় ভুগতে দেখা গেছে তাকে। ইয়াস্ত্রেমস্কা প্রথম সেটটি জেতেন মাত্র ৩১ মিনিটে। প্রথম সেটের ধারাবাহিকতা দ্বিতীয় সেটেও ধরে রাখেন ইয়াস্ত্রেমস্কা।

ভন্দ্রুসোভা জিততে না পারলেও পুরুষ এককে শীর্ষ বাছাই নোভাক জকোভিচ ঠিকই জয় তুলে নিয়েছেন। ১৮ বছর বয়সী দিনো প্রিজমিচকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখার অভিযানে একধাপ এগিয়ে গেলেন জকোভিচ।