ব্রেকিং নিউজ ::
জোকোভিচের অন্যরকম কীর্তি
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০৯:২৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ৪১১ বার পড়া হয়েছে
সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ চলমান অস্ট্রেলিয়া ওপেনে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছেন। প্রথম রাউন্ডে ১৮ বছরের ডিনো প্রিজমিকের বিপক্ষে ৬-২, ৬-৭, ৬-৩ ও ৬-৪ সেটে জয় পেয়েছেন তিনি।
জোকোভিচের অস্ট্রেলিয়া ওপেনে অভিষেক হয় ২০০৫ সালে। ২০০৮ সালে প্রথম শিরোপা জেতেন তিনি। ১৯ বছরের ক্যারিয়ারে অস্ট্রেলিয়া ওপেনে ৯০ জয়ের কীর্তি গড়েছেন তিনি।
অস্ট্রেলিয়া ওপেনে তার চেয়ে বেশি জয় পেয়েছেন রজার ফেদেরার (১০২) ও সেরেনা উইলিয়ামস (৯২)। তবে অন্য এক জায়গায় অন্যদের ছাড়িয়ে গেছেন তিনি। উইএস ওপেন, উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেনে ৯০ বা এর বেশি জয় পাওয়া একমাত্র টেনিস তারকা তিনি।
নোভাক জোকোভিচ ইউএস ওপেন ও উইম্বলডনে ৯২টি করে জয় পেয়েছেন। ফ্রেঞ্চ ওপেনে ৯০ জয় পেয়েছেন তিনি। তার পেছনে থাকা ফেদেরার ইউএস ওপেনে ৮৯ জয় পেয়েছেন ও অস্ট্রেলিয়া ওপেনে ৭৩ জয় পেয়েছেন।