দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। মঙ্গলবার (১৬ই জানুয়ারি)সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবাই একযোগে মত প্রকাশ করেছে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। বিএনপির অশুভ কামনায় দেশের অশুভ কিছু হবে না। আমেরিকাসহ সব দেশের সাথে সম্পর্ক ভালো আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সম্পর্ক আরও গভীর করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন লক্ষ্য। সেময় কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি।