বাংলাদেশে নির্বাচন বানচালে নাশকতার ঘটনা অগ্রহণযোগ্য- জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৮:৩০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ৪২৪ বার পড়া হয়েছে
বাংলাদেশে নির্বাচন বানচালে ট্রেনে আগুন দেয়াসহ যেসব নাশকতার ঘটনা ঘটেছে, তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার (১৫ই জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
তিনি জানান, সহিংসতা ও মানুষ হত্যা মানবাধিকার লঙ্ঘন। জাতিসংঘ কখনোই কোন সহিংসতাকে প্রশ্রয় দেয় না। এসময় মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখতে সব দলকে একহয়ে কাজ করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্র।
উল্লেখ্য, বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালে দেশজুড়ে নানা নাশকতা শুরু হয়। বিশেষ করে ট্রেনে আগুন দেয়া এবং রেল লাইন কাটার মত ঘটনোও ঘটেছে। এসব সহিংসতায় বেশ কয়েকজন সাধারণ মানুষের মৃত্যু হয়।