ছক্কা আর রেকর্ডের বৃষ্টি রোহিতের
- আপডেট সময় : ০৫:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ৪১৮ বার পড়া হয়েছে
কত আশা ছিল বেঙ্গালুরুর ক্রিকেটপ্রেমীদের! আইপিএলে বেঙ্গালুরুই বিরাট কোহলির ‘ঘর’, সেই বেঙ্গালুরুরই চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ হচ্ছে ভারত-আফগানিস্তান ম্যাচ। কোহলির কাছ থেকে দারুণ কিছুর আশায়ই ভরে উঠেছে বেঙ্গালুরুর গ্যালারি, এটা বলতে সম্ভবত বাধা নেই।
কোহলি রেকর্ডই গড়েছেন, তবে অন্যভাবে। গোল্ডেন ডাক পেয়ে আউট হয়ে গেছেন। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে এই প্রথম গোল্ডেন ডাক পেলেন কোহলি!
তবে কোহলির ‘ঘরে’ এরপর আজ ছক্কা আর রেকর্ডের বৃষ্টি ঝরিয়েছেন রোহিত শর্মা। আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া রোহিত আজ সেঞ্চুরি করেছেন! রোহিতের পাশাপাশি ছক্কা-বৃষ্টি ঝরিয়েছেন রিঙ্কু সিংও।
কোহলি আউট হওয়ার আগে-পরে ভারত ধুঁকেছে। ষষ্ঠ ওভারের মধ্যে ২২ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু সেখান থেকে ইনিংস শেষে দেখা যাচ্ছে, ভারতের উইকেটের ঘরে সংখ্যাটা ৪-ই আছে, কিন্তু রান হয়ে গেছে ২১২! পঞ্চম উইকেটে ১৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন রোহিত শর্মা ও রিঙ্কু সিং।
সে পথে রোহিত তুলে নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম সেঞ্চুরি, আর রিঙ্কু সিং পেয়েছেন ফিফটি। ৬৪ বলে সেঞ্চুরিতে পৌঁছানো রোহিত শেষ পর্যন্ত ৬৯ বলে ১১ চার ও ৮ ছক্কায় অপরাজিত ছিলেন ১২১ রানে। আর রিঙ্কু সিং? ফিফটিতে পৌঁছেছেন ৩৬ বলে, সেখান থেকে ইনিংস শেষে তাঁর রান ৩৯ বলে ২ চার ও ৬ ছক্কায় ৬৯!
দুজনের ঝড়ের প্রকৃতিটা এতটুকুতেই পুরোপুরি বোঝা যাবে না। বুঝতে হলে শেষ পাঁচ ওভারের গল্পটা জানতে হবে। বেঙ্গালুরুর ধীরগতির পিচে বল সোজা ব্যাটে আসেনি শুরুতে, ভারত উইকেট হারিয়ে ধুঁকেছে, রোহিত-রিঙ্কুও শুরুতে রান পেতে এই শীতের রাতে ঘাম ঝরিয়েছেন। এতে যা হলো, ১৫ ওভার শেষে ভারতের রান ছিল ১০৯। প্রথম ১০ ওভারে তো ছিল মাত্র ৬১ রান!
তা ১৫ ওভার শেষেও রোহিতের রান ছিল ৪৭ বলে ৫৫ (৫ চার ও ৩ ছক্কা), রিঙ্কুর ২৯ বলে ৩৬ (১ চার ২ ছক্কা)। এরপর অভিষিক্ত মোহাম্মদ সালিমের করা ১৬তম ওভারে দুই চার এক ছক্কায় ২২ রান নিয়ে ঝড় শুরু রোহিত-রিঙ্কুর, পরের ওভারে এক চার এক ছক্কায় ১৩। ফরিদ আহমেদের করা ১৮তম ওভারে রান ‘কম’ই এসেছে, এক চারে ১০ রান। ১৮ ওভারে হলো দেড় শ পার।
শেষ দুই ওভারে? ১৯তম ওভারে আজমতউল্লাকে দুই চার ও দুই ছক্কায় ২২ রান, আর শেষ ওভারে করিম জানাতের ওপর চলেছে স্টিমরোলার। প্রথম বলে চার মারলেন রোহিত, দ্বিতীয় বলে নো বলে ছক্কা। ফ্রি হিটে আবার ছক্কা। তৃতীয় বলে ১ রানে স্ট্রাইক বদল, কিন্তু জানাতের ভাগ্য বদল হলো না। রিঙ্কু পরের তিন বলই উড়িয়ে ফেলেছেন গ্যালারিতে! ৩৬ রান এল শেষ ওভারে!
এই জুটিতে আর এই ঝড়েই রেকর্ডের বৃষ্টি ঝরেছে। রোহিত-রিঙ্কুর ১৯০ রানের এই জুটি ভারতের হয়ে টি-টোয়েন্টিতে যেকোনো জুটিতেই সর্বোচ্চ। শেষ ওভারে ৩৬ রান ভারতের হয়ে কোনো টি-টোয়েন্টিতে শেষ ওভারে সর্বোচ্চ, এর আগে ছিল ৩০ রান।
রোহিত সেঞ্চুরি করে বনে গেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম সেঞ্চুরি পাওয়া প্রথম ব্যাটসম্যান। শেষ পাঁচ ওভারে ১০০ রানও তো আন্তর্জাতিক টি-টোয়েন্টি এই প্রথম দেখল! এর আগের সর্বোচ্চ ছিল ৮৭ রান, আফগানিস্তানের বিপক্ষেই ২০১২ সালে করেছিল ইংল্যান্ড।