ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / ৪২৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। এ ঘটনায় দুই শিশু প্রাণহানি ছাড়াও আহত হয়েছেন আরও তিনজন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, ইরানের অভিজাত বিপ্লবী গার্ডরা ইরাক এবং সিরিয়ার লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করার একদিন পর এ হামলা চালানো হলো।

বুধবার (১৭ জানুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, জঙ্গি গোষ্ঠীটি এর আগে পাকিস্তানের সঙ্গে সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘এই ঘাঁটিগুলোকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দ্বারা আঘাত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি গণমাধ্যমটি।

পাকিস্তান বলছে, প্রতিবেশী ইরানের হামলায় দুই শিশু নিহত ও তিনজন আহত হয়েছেন। ইরানের ‘জঙ্গি ঘাটিতে হামলার’ বক্তব্য প্রত্যাখ্যান করে তারা বলেছে, এটি একটি ‘বেআইনি কাজ’ এবং এর ‘গুরুতর পরিণতি’ হতে পারে।

পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নজিরবিহীন। তবে মঙ্গলবারের এ হামলা দুই দেশের সীমান্তবর্তী বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশের একটি গ্রামে আঘাত হানে। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘ইরানের আকাশসীমার অপ্রীতিকর লঙ্ঘনের’ তীব্র নিন্দা করেছে। ঘটনাটি ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’ উলে।লখ করে বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ও ইরানের মধ্যে যোগাযোগের বেশ কয়েকটি চ্যানেল থাকা সত্ত্বেও এই বেআইনি কাজটি সংঘটিত হয়েছে।

পাকিস্তান ইরানের রাজধানী তেহরানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট এক ‘ঊর্ধ্বতন কর্মকর্তার’ কাছে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছে, ‘এটি পাকিস্তানের সার্বভৌমত্বের নির্মম লঙ্ঘন এবং এর দায় ইরানের ওপরই বর্তাবে।’

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

আপডেট সময় : ০৮:১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। এ ঘটনায় দুই শিশু প্রাণহানি ছাড়াও আহত হয়েছেন আরও তিনজন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, ইরানের অভিজাত বিপ্লবী গার্ডরা ইরাক এবং সিরিয়ার লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করার একদিন পর এ হামলা চালানো হলো।

বুধবার (১৭ জানুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, জঙ্গি গোষ্ঠীটি এর আগে পাকিস্তানের সঙ্গে সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘এই ঘাঁটিগুলোকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দ্বারা আঘাত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি গণমাধ্যমটি।

পাকিস্তান বলছে, প্রতিবেশী ইরানের হামলায় দুই শিশু নিহত ও তিনজন আহত হয়েছেন। ইরানের ‘জঙ্গি ঘাটিতে হামলার’ বক্তব্য প্রত্যাখ্যান করে তারা বলেছে, এটি একটি ‘বেআইনি কাজ’ এবং এর ‘গুরুতর পরিণতি’ হতে পারে।

পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নজিরবিহীন। তবে মঙ্গলবারের এ হামলা দুই দেশের সীমান্তবর্তী বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশের একটি গ্রামে আঘাত হানে। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘ইরানের আকাশসীমার অপ্রীতিকর লঙ্ঘনের’ তীব্র নিন্দা করেছে। ঘটনাটি ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’ উলে।লখ করে বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ও ইরানের মধ্যে যোগাযোগের বেশ কয়েকটি চ্যানেল থাকা সত্ত্বেও এই বেআইনি কাজটি সংঘটিত হয়েছে।

পাকিস্তান ইরানের রাজধানী তেহরানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট এক ‘ঊর্ধ্বতন কর্মকর্তার’ কাছে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছে, ‘এটি পাকিস্তানের সার্বভৌমত্বের নির্মম লঙ্ঘন এবং এর দায় ইরানের ওপরই বর্তাবে।’