মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে মূদ্রানীতি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:১৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ৪২২ বার পড়া হয়েছে
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে চলতি অর্থবছরের দ্বিতীয় মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি কমিয়ে ধরা হয়েছে ১০ শতাংশ। বুধবার (১৭ই জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর আব্দুর রউফ তালুকদার চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের নতুন মুদ্রানীতি ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, মুল্যস্ফীতি ৬ শতাংশ নামার আগ পর্যন্ত সংকোচনমুখী মুদ্রানীতি অব্যাহত থাকবে। এছাড়া নতুন মুদ্রানীতিতে রেপো রেট (ব্যাংক পলিসি রেট) ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে।
বেসরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১১ শতাংশ থেকে কমিয়ে নতুন নীতিতে ১০ শতাংশ করা হয়েছে।