শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো জিম্বাবুয়ে
- আপডেট সময় : ০৭:৪৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ৪১১ বার পড়া হয়েছে
শেষ ওভারের থ্রিলারে এবার শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো জিম্বাবুয়ে। মঙ্গলবার কলম্বোতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার উইকেটে জিতেছে আফ্রিকানরা। গত রবিবার তিন উইকেটে জিতেছিল স্বাগতিকরা।
১৭৪ রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ভালো শুরু করেছিল। কিন্তু মাঝদিকে ছন্দ হারায় তারা। ১৩ ওভারে এক উইকেটের বিনিময়ে ৯৬ রান করা দলটির স্কোর ১৭.৪ ওভারে ৬ উইকেটে ১৪৩ রান। শেষ ওভারে দরকার ২০ রান, বোলিংয়ে ছিলেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ।
লুক জংবে তাণ্ডব চালান। ওই ওভারে দুটি ছক্কা ও একটি বাউন্ডারি হাঁকান তিনি। ক্লাইভ মাদান্দে ইনিংসের এক বল বাকি থাকতে ম্যাচ জয়ী শটে ছক্কা মারেন। ১২ বলে ২৫ রানে জংবে এবং ৫ বলে মাদান্দে ১৫ রানের ক্যামিও ইনিংস খেলে এক বল আগে দলকে জেতান।
ম্যাথুজ ও চারিথ আসালাঙ্কার রেকর্ড ১১৮ রানের জুটিতে শ্রীলঙ্কা ৬ উইকেটে করে ১৭৩ রান। অথচ ৪.৪ ওভারে তাদের স্কোর ছিল ৪ উইকেটে ২৭ রান।
সিমার ব্লেসিং মুজারাবানি টানা বলে দুটি উইকেট তুলে নেন। আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত যথার্থ করেন সফরকারী বোলাররা।
তবে পঞ্চম উইকেটে ম্যাথুজ ও আসালাঙ্কা ৭৯ বলে ১১৮ রানের নতুন শ্রীলঙ্কান রেকর্ড গড়েন। ২০২১ সালে শারজায় বাংলাদেশের বিপক্ষে আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকসার ৮৬ রান ছিল এতদিন পর্যন্ত এই জুটিতে শ্রীলঙ্কার সর্বোচ্চ।
শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি জয়ের নায়ক ম্যাথুজ প্রতিরোধ গড়েন। ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। ৫১ বলে ছয় চার ও দুই ছয়ে ৬৬ রানে অপরাজিত ছিলেন ম্যাথুজ। এটি টি-টোয়েন্টিতে তার ষষ্ঠ হাফ সেঞ্চুরি।
অন্যদিকে আসালাঙ্কা পঞ্চমবারের মতো ফিফটির ঘর ছাড়ালেন। ৩৯ বলে ৬৯ রান করেন তিনি, পাঁচটি চার ও তিনটি চয়ে।
১৪তম ওভারে শ্রীলঙ্কার স্কোর ছিল ৪ উইকেটে ৮৩ রানের। শেষ ছয় ওভারে তারা দ্বিগুণ রান করেছে। আরও ২ উইকেটের বিনিময়ে ৯০ রান তুলতে পেরেছে স্বাগতিকরা।