সাংবাদিক ড. রেজোয়ান সিদ্দিকী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:৩৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ৪৯৭ বার পড়া হয়েছে

দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ডক্টর রেজোয়ান সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৬ই জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
আজ বুধবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর রায়ের বাজার কবরস্থানে দাফন করা হবে ড. রেজোয়ান সিদ্দিকীকে। সাহিত্যিক, সাংবাদিক, কলামিস্ট রেজোয়ান হোসেন সিদ্দিকীর জন্ম ১৯৫৩ সালের ১০ই ফেব্র“য়ারি টাঙ্গাঈল জেলার এলাসিন গ্রামে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।