সৌজন্য সাক্ষাৎ করতে আসা আমেরিকা ও ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকা উপহার দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১৭ই জানুয়ারি) আলাদাভাবে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিকে নৌকা উপহার দেন মন্ত্রী।
দুই রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ নতুন সরকারের সঙ্গে তারা কাজ করছে। আমরা একযোগে সম্পর্ককে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করছি’। বাংলাদেশের বাণিজ্যে আমেরিকা বড় অংশীদার জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা উভয়ই সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার বিষয়ে একমত হয়েছি। মার্কিন সরাসরি বিনিয়োগ আরও বাড়ানোর জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছি।’
মন্ত্রী বলেন, ‘ইউরোপ থেকে বিনিয়োগ আসার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাতে ইউরোপিয়ান বিনিয়োগ হয় সেটা নিয়ে আলোচনা করেছি। ইউরোপের আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বেসরকারি খাতে যাতে বিনিয়োগ করতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে।’