গাজায় ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গাজায় ইসরাইলের হামলায় এখন পর্যন্ত মোট ২৪ হাজার ২৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬১ হাজার ১৫৪ জন। নিহতের অধিকাংশই শিশু ও নারী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, গত ৭ অক্টোবর শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত অন্ততপক্ষে ১০ হাজার ৬০০ জন শিশু, ৭ হাজার ২০০ জন নারী এবং এক হাজার ৪৯ জন বৃদ্ধ নিহত হয়েছেন। পাশাপাশি এ সময় প্রায় ৬১ হাজার ১৫৪ জন আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি এখনও নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে তারা আটকে আছে।
এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরাইলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। ইসরাইলের সংবাদমাধ্যমে বলা হয়েছে, দক্ষিণ ইসরাইলের নেটিভট শহরে ৫০টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে।
ইসরাইলি শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা থেকে চালানো রকেট হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।