ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মানবিক সহায়তা সরবরাহে রাজি ইসরায়েল-হামাস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / ৪১৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিম্মি ইসরায়েলিদের জন্য চিকিৎসা সামগ্রী ও নিরস্ত্র গাজাবাসীর জন্য মানবিক সহায়তা সরবরাহের সমঝোতায় রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। অন্যদিকে, ইসরায়েল অভিমুখী জাহাজ প্রতিরোধের তৎপরতা জারি রেখে মার্কিন ও ব্রিটিশ বাহিনীকে হুঁশিয়ার করেছে ইয়েমেনের হুথি বাহিনী।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন-হামাসের সাথে ইসরায়েলের সমঝোতায় মধ্যস্থতা করেছে কাতার ও ফ্রান্স। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যস্থতার শর্ত অনুযায়ী মানবিক সহায়তার বহর কাতার থেকে মিশর হয়ে গাজায় ঢুকবে। আর চিকিৎসা সামগ্রী কাতারের দোহা থেকে মিশরের আল-আরিশ শহরে পাঠানোর পর তা গাজায় যাবে। এরপর এসব সামগ্রী রেড ক্রসের মাধ্যমে ৪৫ জিম্মির কাছে পৌঁছানো হবে।

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, সহিংসতা বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কায় হুথি দমন অভিযানে যোগ দেয়নি ফরাসি সেনারা। ইয়মেনে হুথি অবস্থানে নিয়মিত বিরতিতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।

এমন পরিস্থিতিতে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ যুদ্ধ জাহাজকে বাব আল মান্দেব প্রণালীতে ঢুকতে না দেয়ার হুঁশিয়ারি দিয়েছে হুথি বাহিনী। সেইসাথে, এবার ইসরায়েল অভিমুখী মাল্টার জাহাজ লক্ষ্য করে হামলার দাবি হুথি যোদ্ধাদের। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

মানবিক সহায়তা সরবরাহে রাজি ইসরায়েল-হামাস

আপডেট সময় : ০৮:১৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

জিম্মি ইসরায়েলিদের জন্য চিকিৎসা সামগ্রী ও নিরস্ত্র গাজাবাসীর জন্য মানবিক সহায়তা সরবরাহের সমঝোতায় রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। অন্যদিকে, ইসরায়েল অভিমুখী জাহাজ প্রতিরোধের তৎপরতা জারি রেখে মার্কিন ও ব্রিটিশ বাহিনীকে হুঁশিয়ার করেছে ইয়েমেনের হুথি বাহিনী।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন-হামাসের সাথে ইসরায়েলের সমঝোতায় মধ্যস্থতা করেছে কাতার ও ফ্রান্স। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যস্থতার শর্ত অনুযায়ী মানবিক সহায়তার বহর কাতার থেকে মিশর হয়ে গাজায় ঢুকবে। আর চিকিৎসা সামগ্রী কাতারের দোহা থেকে মিশরের আল-আরিশ শহরে পাঠানোর পর তা গাজায় যাবে। এরপর এসব সামগ্রী রেড ক্রসের মাধ্যমে ৪৫ জিম্মির কাছে পৌঁছানো হবে।

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, সহিংসতা বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কায় হুথি দমন অভিযানে যোগ দেয়নি ফরাসি সেনারা। ইয়মেনে হুথি অবস্থানে নিয়মিত বিরতিতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।

এমন পরিস্থিতিতে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ যুদ্ধ জাহাজকে বাব আল মান্দেব প্রণালীতে ঢুকতে না দেয়ার হুঁশিয়ারি দিয়েছে হুথি বাহিনী। সেইসাথে, এবার ইসরায়েল অভিমুখী মাল্টার জাহাজ লক্ষ্য করে হামলার দাবি হুথি যোদ্ধাদের। সূত্র: বিবিসি