রমজানে ন্যায্যমূল্যে মাছ-মাংস-ডিম বিক্রি হবে
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:২৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ৪১৬ বার পড়া হয়েছে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন রমজান সামনে রেখে ট্রাকে করে প্রান্তিক এলাকায় ও গরীবদের মাঝে ন্যায্য দামে ডিম, মাছ, মাংস বিক্রি করা হবে। বুধবার (১৭ই জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে একথা বলেন তিনি।
এসময়ে ডিম, মাছ, মাংস নিয়ে কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।
তিনি বলেন এই তিন আমিষের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে, এগুলো ক্রয়ক্ষমতার মধ্যে আনতে বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছে তার মন্ত্রণালয়। উৎপাদনের জন্য কাঁচামাল আমদানি সহজ করতেও তার মন্ত্রণালয় কাজ করবে বলে জানান তিনি।