ঢাকা ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এবার ইরানে পাল্টা হামলা চালালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • / ৪১৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের অভ্যন্তরে বেলুচি জঙ্গিদের লক্ষ্য করে বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানি ভূখণ্ডে ইরানি হামলার দুই দিন পরই এই হামলা চালালো ইসলামাবাদ। এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পাকিস্তানের প্রতিশোধমূলক এই হামলায় ইরানে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারটি শিশু ও তিন নারী রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্গ বার সরমাচার নামের গোয়েন্দাভিত্তিক অপারেশনে কিছু সন্ত্রাসী নিহত হয়েছে। এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, চারটি শিশু ও তিন নারীসহ সাতজন নিহত হয়েছেন।

পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানে হামলার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ সকালে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী আস্তানাগুলো লক্ষ্যবস্তু করে পাকিস্তান সামরিক হামলা চালিয়েছে।’গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।

ইরানি গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, দেশটির সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে পাকিস্তানের কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ৪ শিশুসহ তিন নারী নিহত হয়েছেন। তবে তাদের কেউই ইরানি নাগরিক নন।

নিউজটি শেয়ার করুন

এবার ইরানে পাল্টা হামলা চালালো পাকিস্তান

আপডেট সময় : ০৯:১৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

ইরানের অভ্যন্তরে বেলুচি জঙ্গিদের লক্ষ্য করে বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানি ভূখণ্ডে ইরানি হামলার দুই দিন পরই এই হামলা চালালো ইসলামাবাদ। এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পাকিস্তানের প্রতিশোধমূলক এই হামলায় ইরানে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারটি শিশু ও তিন নারী রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্গ বার সরমাচার নামের গোয়েন্দাভিত্তিক অপারেশনে কিছু সন্ত্রাসী নিহত হয়েছে। এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, চারটি শিশু ও তিন নারীসহ সাতজন নিহত হয়েছেন।

পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানে হামলার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ সকালে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী আস্তানাগুলো লক্ষ্যবস্তু করে পাকিস্তান সামরিক হামলা চালিয়েছে।’গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।

ইরানি গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, দেশটির সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে পাকিস্তানের কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ৪ শিশুসহ তিন নারী নিহত হয়েছেন। তবে তাদের কেউই ইরানি নাগরিক নন।