ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জকোভিচ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • / ৪০৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড ১০ বারের জয়ী নোভাক জোকোভিচ। সংখ্যাটা ১১-তে উন্নীত করার স্বপ্নে মেলবোর্ন পার্কে দাপটে এগিয়ে যাচ্ছেন সার্বিয়ান তারকা। অ্যালেক্সি পপিরিনকে ৩-১ সেটে (৬-৩, ৪-৬, ৭-৬, ৬-৩) হারিয়ে ইতিমধ্যে পৌঁছে গেছেন তৃতীয় রাউন্ডে। অস্ট্রেলিয়ার ঘরের ছেলে অ্যালেক্সি পপিরিনকে হারাতে অবশ্য যথেষ্ট বেগ পেতে হয়েছে টেনিসের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ীকে।

তবে কোর্টে নিজের সহজাত মানসিত দৃঢ়তা দেখিয়ে শেষ হাসিটা হেসেছেন জোকোভিচই।

রড লেভার অ্যারেনার ম্যাচে শীর্ষ বাছাই জোকোভিচকে তো ভড়কেই দিয়েছিলেন পপিরিন। প্রথম সেট জিতে প্রত্যাশিত শুরু করেছিলেন সার্বিয়ান তারকা। কিন্তু পরের সেট জিতে ১-১-এ সমতাও ফেরান পপিরিন।

তৃতীয় সেটেও লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তবে টাইব্রেকারে হেরে যান পপিরিন। চতুর্থ সেটে অবশ্য তাঁকে দাঁড়াতেই দেননি জোকোভিচ। শেষ পর্যন্ত ঘাম ঝরানো জয়ে তৃতীয় রাউন্ডে নাম লিখিয়েছেন জোকোভিচ।

এ রাউন্ডে জয় পেয়েছেন আন্দ্রে রুবলেভ, ইয়ান্নিক সিন্নার ও স্তেফানোস সিতসিপাসও। যুক্তরাষ্ট্রের ক্রিস্টোফার ইউব্যাংকসকে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন রাশান তারকা রুবলেভ। নেদারল্যান্ডসের জেসপার ডি জংয়ের বিপক্ষে ৩-০ সেটের সহজ জয় পেয়েছেন চতুর্থ বাছাই সিন্নারও।

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জকোভিচ

আপডেট সময় : ০৯:৪১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড ১০ বারের জয়ী নোভাক জোকোভিচ। সংখ্যাটা ১১-তে উন্নীত করার স্বপ্নে মেলবোর্ন পার্কে দাপটে এগিয়ে যাচ্ছেন সার্বিয়ান তারকা। অ্যালেক্সি পপিরিনকে ৩-১ সেটে (৬-৩, ৪-৬, ৭-৬, ৬-৩) হারিয়ে ইতিমধ্যে পৌঁছে গেছেন তৃতীয় রাউন্ডে। অস্ট্রেলিয়ার ঘরের ছেলে অ্যালেক্সি পপিরিনকে হারাতে অবশ্য যথেষ্ট বেগ পেতে হয়েছে টেনিসের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ীকে।

তবে কোর্টে নিজের সহজাত মানসিত দৃঢ়তা দেখিয়ে শেষ হাসিটা হেসেছেন জোকোভিচই।

রড লেভার অ্যারেনার ম্যাচে শীর্ষ বাছাই জোকোভিচকে তো ভড়কেই দিয়েছিলেন পপিরিন। প্রথম সেট জিতে প্রত্যাশিত শুরু করেছিলেন সার্বিয়ান তারকা। কিন্তু পরের সেট জিতে ১-১-এ সমতাও ফেরান পপিরিন।

তৃতীয় সেটেও লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তবে টাইব্রেকারে হেরে যান পপিরিন। চতুর্থ সেটে অবশ্য তাঁকে দাঁড়াতেই দেননি জোকোভিচ। শেষ পর্যন্ত ঘাম ঝরানো জয়ে তৃতীয় রাউন্ডে নাম লিখিয়েছেন জোকোভিচ।

এ রাউন্ডে জয় পেয়েছেন আন্দ্রে রুবলেভ, ইয়ান্নিক সিন্নার ও স্তেফানোস সিতসিপাসও। যুক্তরাষ্ট্রের ক্রিস্টোফার ইউব্যাংকসকে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন রাশান তারকা রুবলেভ। নেদারল্যান্ডসের জেসপার ডি জংয়ের বিপক্ষে ৩-০ সেটের সহজ জয় পেয়েছেন চতুর্থ বাছাই সিন্নারও।