বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠনটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৮তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বেশকিছু কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটিকে ঘিরে অনুবার্ষিকীর পোষ্টার প্রকাশ করবে ড্যাব। পাশাপাশি শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।
এছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী পালন উপলক্ষে আগামী শনিবার (২০ জানুয়ারি) রাতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে বিএনপিপন্থী সংগঠনটি। সেই সঙ্গে দিবসটিকে ঘিরে আগামী রোববার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার (১৬ জানুয়ারি) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।