আগামী কয়েক মাসের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের সাথে তেল আবিবের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ হারজি হালেভি।
সংবাদমাধ্যম দ্য টাইম অব ইসরাইলের খবরে বলা হয়েছে, বুধবার উত্তর ইসরাইলে মোতায়েন দখলদার বাহিনীর কার্যক্রম পরিদর্শন করার সময় তিনি এ মন্তব্য করেন।
হালেভি বলেন, ইসরাইলি বাহিনীর লক্ষ্য সুস্পষ্ট। সেটি হলো, ইসরাইলের উত্তরাঞ্চল থেকে সরে যাওয়া অধিবাসীদের ফিরিয়ে আনা।
তিনি আরও বলেন, আমি জানি না এ যুদ্ধ কবে হবে। তবে আমি বলতে পারি, আগামী কয়েক মাসের মধ্যে যুদ্ধ হতে পারে। আর সে সম্ভাবনা অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে অনেক বেশি।
ইসরাইল গাজা যুদ্ধ থেকে যে শিক্ষা নিয়েছে, লেবাননের বিরুদ্ধে যুদ্ধে তা প্রয়োগ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
গাজা যুদ্ধ থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি উল্লেখ করে তিনি আরও বলেন, এসব শিক্ষা লেবাননের বিরুদ্ধে যুদ্ধের জন্য খুবই প্রাসঙ্গিক।
এর আগে গাজায় ইসরাইলি গণহত্যা শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে লেবাননের রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ।
গেলো তিন মাসে হিজবুল্লাহর লাগাতার হামলায় দখলদার ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হিজবুল্লাহরও বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, চলমান পরিস্থিতি ও হিজবুল্লাহর কার্যক্রম দেখে মনে হচ্ছে, যেকোনো মুহূর্তে ইসরাইলের সাথে হিজবুল্লাহর যুদ্ধ শুরু হবে। যা ইসরাইলের জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে। এর ফলে নতুন করে বিপাকে পড়তে পারে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো।
এদিকে এক দশকের বেশি সময় ধরে ফিলিস্তিনের হামাস সরকারের সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছে হিজবুল্লাহ।
হিজবুল্লাহর পক্ষে থেকে বলা হয়েছে, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করতে হিজবুল্লাহর সামরিক শাখা পুরোপুরি প্রস্তুত রয়েছে।