এবার ইসরাইলকে ‘চূড়ান্ত’ জবাব দেয়া হবে: ইরান
- আপডেট সময় : ০৫:৫০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
- / ৪১৯ বার পড়া হয়েছে
ইরানের জনগণ ও সরকারের বিরুদ্ধে ইসরাইল বিশ্বের যে কোনো দেশ থেকেই অভিযান পরিচালনা করুক না কেন, তা কোনোভাবেই তেহরান সহ্য করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান। ইসরাইলের বিরুদ্ধে ইরানের জবাব হবে সমানুপাতিক, চূড়ান্ত এবং শক্তিশালী বলেও সতর্ক করেছেন তিনি।
বুধবার সন্ধ্যায় ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাসিম আল-আরাজির সাথে এক ফোনালাপে একথা বলেন আহমাদিয়ান। খবর ইরানভিত্তিক প্রেসটিভির।
দুই প্রতিবেশী দেশের নিরাপত্তা রক্ষার ব্যাপারে যৌথ প্রচেষ্টার কথা গুরুত্ব সহকারে তুলে ধরেন এই দুই কর্মকর্তা ।
আহমাদিয়ান বলেন, ইরানের জনগণ ও সরকারের বিরুদ্ধে ইসরাইলের অপতৎপরতা- তা যে কোনো দেশ থেকেই চালানো হোক না কেন ইরান আর সেটি বরদাস্ত করবে না।
এর আগে, মঙ্গলবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানিও প্রায় একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি বলেছেন, ইরানবিরোধী হুমকি তা যেখান থেকেই আসুক না কেন তার জবাব দেবে তেহরান।
এর আগে গেলো ২৫ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের সাইয়্যেদা জায়নাব এলাকায় আইআরজিসি’র শীর্ষ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভিকে হত্যা করে ইসরাইল।
জবাবে, ১৬ জানুয়ারি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেয় ইরান।
ইরান সংশ্লিষ্টরা বলছেন, এবার আর মুখে কথা বলবে না তেহরান। ইসরাইল কোনো ভুল করলেই তার জবাব পাবে। ইরান সেই প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে।