ডাবল সুপার ওভারের ম্যাচে ভারতের জয়
- আপডেট সময় : ০৯:৩৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
- / ৪০৫ বার পড়া হয়েছে
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ভারত। আর তাই আফগানিস্তানের বিপক্ষে বেঙ্গালুরুতে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ছিল কার্যত নিয়ম রক্ষার। তবে কে জানতো এমন ম্যাচই রোমাঞ্চে ভরপুর থাকবে! নির্ধারিত ওভারে ম্যাচ অমিমাংসিত থাকার পর প্রথম সুপারেও টাই। শেষ পর্যন্ত ম্যাচের ফয়সালা হয় দ্বিতীয় সুপার ওভারে। ১০ রানে জয় পায় ভারত। তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে রোহিত শর্মা বাহিনী।
বুধবার বেঙ্গালুরুতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে রোহিত ও রিংকু সিংয়ের তা-বে ৪ উইকেটে ২১২ রানের বড় পুঁজি পেয়েছিল ভারত। জবাবে আফগানদের ইনিংসও শেষ হয় ৬ উইকেটে ২১২ রানে। নাটকীয়ভাবে প্রথম সুপার ওভারও টাই হয়। প্রথমে ব্যাট করে আফগানরা। সফরকারীদের হয়ে ব্যাট করতে নামেন গুলবাদিন নাইব এবং রহমানুল্লাহ গুরবাজ। মুকেশ কুমারের প্রথম বলেই রান আউট হন নাইব। পরের বলে এক রান নেন মোহাম্মদ নবি। তৃতীয় বলে চার হাঁকান রহমানউল্লাহ গুরবাজ। চতুর্থ বলে আবার সিঙ্গেল। পঞ্চম বলে ছয় মারেন নবি। শেষ বল থেকে আসে ৩ রান। ফলে ১৭ রানের টার্গেট পায় ভারত।
লক্ষ্য তাড়া করতে নেমে আজমতউল্লাহ ওমরজাইয়ের প্রথম দুই বলে মাত্র ২ রান নেয় ভারত। পরের দুই বলেই ৬ হাঁকান রোহিত শর্মা। ফলে শেষ দুই বলে দরকার হয় ৩ রান। পঞ্চম বল থেকে আসে মাত্র ১। শেষ বলে জয়সওয়াল নিতে পারেন কেবল ১ রান। আবারও ম্যাচ টাই হয়।
এরপর দ্বিতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করে ভারত। নামেন রোহিত এবং রিংকু। রোহিত ৩ বলে ১১ তোলার পর রিংকু প্রথম বলেই আউট হয়ে যান। পরের বলে আউট হন রোহিতও (১১)। ফলে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁডায় ১২ রান। ব্যাট করতে নামেন নবি এবং গুরবাজ। রোহিত এবার বল দেন রবি বিষ্ণোইকে। তিনি প্রথম বলেই আউট করেন নবিকে। তৃতীয় বলে গুরবাজকে আউট করে ভারতকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। ২২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপরই টিম ইন্ডিয়াকে পথ দেখান রোহিত শর্মা। অধিনায়কের অনবদ্য ১২১ রানের অপরাজিত ইনিংস এবং রিংকু সিংহের ৬৯ রানের অপরাজিত ইনিংস ভারতকে লডাই করার মতো জায়গায় পৌঁছে দেয়।