ঢাকা ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কালিকাপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– আছমত আলীর ছেলে রফিজ, আব্দুল মালেকের স্ত্রী লুৎফা, তৈয়ব আলীর ছেলে সাজু, আলী আশরাফের স্ত্রী সফরজান ও মনিরের স্ত্রী শানু। তাঁরা সবাই বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের বাসিন্দা ছিলেন।

স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক মহড়ায় নামছে ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • / ৪১১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। আগামী সপ্তাহ থেকে এই মহড়া শুরু হবে বলে জানা গেছে। মাসব্যাপী এই কার্যক্রমে অংশ নেবে অন্তত ৯০ হাজার সেনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ন্যাটোর শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভোলি বলেন, আঞ্চলিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই মহড়া পরিচালনা করা হবে। মূলত এটি সামরিক পরিকল্পনা, যার মাধ্যমে যে কোনো হামলা মোকাবিলার প্রস্তুতি নেওয়া হবে। তবে এ সময় রাশিয়ার নাম উল্লেখ করেননি ন্যাটোর এ শীর্ষ কর্মকর্তা।

ন্যাটো জানায়, মহড়ায় অংশ নেবে ৫০ টির বেশি রণতরী, ৮০ টির বেশি জঙ্গি বিমান, হেলিকপ্টার ও ড্রোন ও অন্তত ১১০০ যুদ্ধযান। যার মধ্যে থাকবে ১৩৩টি ট্যাংক।

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো বলেছে, ‘স্টিডফাস্ট ডিফেন্ডার ২০২৪’ নামের মহড়াটিতে ইউরোপের প্রতিরক্ষাকে জোরদার করতে উত্তর আমেরিকা এবং জোটের অন্যান্য দেশ থেকে দ্রুত সেনাবাহিনী মোতায়েনের সক্ষমতা প্রদর্শন করা হবে।

ন্যাটো জানায়, ১৯৮৮ সালে সবশেষ ‘রিফরজার’ নামের এই ধরনের মহড়া চালিয়েছিল। স্নায়ুযুদ্ধের সময় চলা ওই মহড়ায় ১,২৫,০০০ সেনা অংশ নিয়েছিল। এছাড়া ২০১৮ সালে ন্যাটোর ট্রাইডেন্ট জাঙ্কচার মহড়ায় অংশ নিয়েছিল ৫০ হাজার সেনা। এবারের মহড়ায় ন্যাটো সদস্যদেশগুলোর সেনাদের পাশাপাশি সুইডেন থেকেও সেনারা অংশ নেবে। খুব শিগগিরই ন্যাটোতে যোগ দিচ্ছে সুইডেন।

স্নায়ুযুদ্ধ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রসমূহ এবং সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রসমূহের মধ্যকার টানাপোড়েনের নাম। ১৯৪০-এর দশকের মাঝামাঝি থেকে ১৯৮০’র দশকের শেষ পর্যন্ত এর বিস্তৃতি ছিল।

নিউজটি শেয়ার করুন

স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক মহড়ায় নামছে ন্যাটো

আপডেট সময় : ০৯:৫২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪

স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। আগামী সপ্তাহ থেকে এই মহড়া শুরু হবে বলে জানা গেছে। মাসব্যাপী এই কার্যক্রমে অংশ নেবে অন্তত ৯০ হাজার সেনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ন্যাটোর শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভোলি বলেন, আঞ্চলিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই মহড়া পরিচালনা করা হবে। মূলত এটি সামরিক পরিকল্পনা, যার মাধ্যমে যে কোনো হামলা মোকাবিলার প্রস্তুতি নেওয়া হবে। তবে এ সময় রাশিয়ার নাম উল্লেখ করেননি ন্যাটোর এ শীর্ষ কর্মকর্তা।

ন্যাটো জানায়, মহড়ায় অংশ নেবে ৫০ টির বেশি রণতরী, ৮০ টির বেশি জঙ্গি বিমান, হেলিকপ্টার ও ড্রোন ও অন্তত ১১০০ যুদ্ধযান। যার মধ্যে থাকবে ১৩৩টি ট্যাংক।

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো বলেছে, ‘স্টিডফাস্ট ডিফেন্ডার ২০২৪’ নামের মহড়াটিতে ইউরোপের প্রতিরক্ষাকে জোরদার করতে উত্তর আমেরিকা এবং জোটের অন্যান্য দেশ থেকে দ্রুত সেনাবাহিনী মোতায়েনের সক্ষমতা প্রদর্শন করা হবে।

ন্যাটো জানায়, ১৯৮৮ সালে সবশেষ ‘রিফরজার’ নামের এই ধরনের মহড়া চালিয়েছিল। স্নায়ুযুদ্ধের সময় চলা ওই মহড়ায় ১,২৫,০০০ সেনা অংশ নিয়েছিল। এছাড়া ২০১৮ সালে ন্যাটোর ট্রাইডেন্ট জাঙ্কচার মহড়ায় অংশ নিয়েছিল ৫০ হাজার সেনা। এবারের মহড়ায় ন্যাটো সদস্যদেশগুলোর সেনাদের পাশাপাশি সুইডেন থেকেও সেনারা অংশ নেবে। খুব শিগগিরই ন্যাটোতে যোগ দিচ্ছে সুইডেন।

স্নায়ুযুদ্ধ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রসমূহ এবং সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রসমূহের মধ্যকার টানাপোড়েনের নাম। ১৯৪০-এর দশকের মাঝামাঝি থেকে ১৯৮০’র দশকের শেষ পর্যন্ত এর বিস্তৃতি ছিল।