ফরিদপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪
- আপডেট সময় : ০৫:১৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
- / ৪২৭ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও লেগুনার সংঘর্ষে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মনসুরাবাদের খাড়াকান্দিতে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মো. খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ভাঙ্গার আলগী ইউনিয়নের মেহেদী মাতুব্বর (২৫), হাফিজুল ইসলাম (৪০), মধুখালির সিরাজুল ইসলাম (৩৫), অপর আহত অজ্ঞাত পুরুষ (৩০)। আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত সাতজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ছয়জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করেন। এরা হলেন- হাসিনা বেগম (৬৫), রানী পাল (৬০), মেহেদী হাসান (১৪), মো. জাহিদ হোসেন (৪৫), আমিরণ বেগম (৬০) ও রামপাল (৩০)। আহত খালিদ সাইফুল্লাকে (১০) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক হতে আসা একটি লেগুনার সঙ্গে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
মো. খায়রুল আনাম আরও জানান, এতে এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজনের মতো। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।