২১ ম্যাচ পর হারলো রিয়াল মাদ্রিদ
- আপডেট সময় : ১০:১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
- / ৪২১ বার পড়া হয়েছে
৬ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪-২ ব্যবধানে জিতেছে দিয়েগো সিমেওনের দল। আট দিন আগে মাদ্রিদ ডার্বিতে যেমন উত্তেজনা-উত্তাপ ছড়িয়েছিল, ঠিক সেটিরই যেন পুনরাবৃত্তি হলো। দুইবার পিছিয়ে পড়ে দুবারই সমতা টেনে ম্যাচকে অতিরিক্ত সময়ে টেনে নিল রিয়াল মাদ্রিদ। কিন্তু সেখানেই আর পারলো না তারা। কার্লো আনচেলত্তির দলের ২১ ম্যাচের অপরাজেয় যাত্রা থামিয়ে কোপা দেল’রের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে আটলেটিকো মাদ্রিদ।
ম্যাচের ৩৯ মিনিটে ঘরের মাঠে প্রথম গোলের দেখা পায় আটলেটিকো । স্যামুয়েল লিনো দলকে এগিয়ে নেন ১-০ গোলে। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। লুকা মদ্রিচের ফ্রি কিক ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন আতলেতিকো গোলরক্ষক ইয়ান অবলাক। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
বিরতির পর আটলেটিকোকে এগিয়ে নেন আলভারো মোরাতা। ৮২ মিনিটে আবারও ম্যাচে সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়রের পাসে বল পেয়ে বেলিংহ্যাম ক্রস করেন হোসেলুর উদ্দেশ্যে। মাপা হেডে দলকে সমতায় ফেরাতে কোনো ভুল করেননি হোসেলু। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
ম্যাচের শততম মিনিটে অসাধারণ একক প্রচেষ্টার গোলে আটলেটিকোকে এগিয়ে দেন আন্তোয়ান গ্রিজমান। আর ১১৯ মিনিটে মেমফিস ডিপাইয়ের পাস থেকে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকেন রদ্রিগো রিকেলমে।