গোটা পৃথিবীতে দ্বীপদেশ তো কতই আছে। দ্বীপদেশ বললে প্রথমেই মাথায় আসে প্রতিবেশী মালদ্বীপের কথা। এমনকি শ্রীলঙ্কার নামও আসতে পারে। আরেকটু এগোলে নির্ঘাত মাথায় আসবে জাপান, ফিজি, ইন্দোনেশিয়া বা ফিলিপাইনের নাম। যদি বলা হয় এর মধ্যে কোন দেশ সবচেয়ে বেশি দ্বীপের সমষ্টি, তাহলে?
প্রশ্ন শুনে ভড়কে না গিয়ে একটু খুঁজলেই উত্তর মিলবে—ফিলিপাইন। বাংলায় হরহামেশা ফিলিপাইন লেখা হলেও ইংরেজিতে লেখা হয় ফিলিপিনস। এই বহুবচনই বলে দেয় তার বহুত্বের মাত্রা।
তা ফিলিপাইনে কতটি দ্বীপ আছে। সর্বশেষ হিসাব অনুযায়ী দেশটি মূলত ৭ হাজার ৬৪১টি দ্বীপের সমষ্টি। ভাবা যায়?
বলে রাখা ভালো— এ তালিকায় কিন্তু জোয়ারে ডুবে যাওয়া এবং ভাটায় জেগে ওঠা স্থলভাগগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি। নিলে এ সংখ্যা কমপক্ষে আরও ১ হাজার বেড়ে যেত। সূত্র: রিডারস ডাইজেস্ট