ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশ–ভারত সম্পর্ক আরও মজবুত হচ্ছে: এস. জয়শঙ্কর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • / ৪০৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক মজবুত থেকে আরও মজবুত হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটারের নতুন নাম) শনিবার এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

এক্সে করা পোস্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে একটি ছবিও যুক্ত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় হাছান মাহমুদকে অভিনন্দন জানান তিনি।

এস. জয়শঙ্কর বলেন, ‘কাম্পালায় আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে ভালো লাগছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে অভিনন্দন জানাই। একই সঙ্গে তার সফলতা কামনা করি।’

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক মজবুত থেকে আরও মজবুত হচ্ছে উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করছি শিগগির দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদের সঙ্গে দেখা হবে।’

বৃহস্পতিবার উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাপ) শীর্ষ সম্মেলনে যোগ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি এখন সেখানেই রয়েছেন।

এই সম্মেলন ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-৭৭-এর দক্ষিণ সম্মেলনে (সাউথ সামিট) বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে উগান্ডায় গেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত সফরের কথা রয়েছে তাঁর।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ–ভারত সম্পর্ক আরও মজবুত হচ্ছে: এস. জয়শঙ্কর

আপডেট সময় : ০৩:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক মজবুত থেকে আরও মজবুত হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটারের নতুন নাম) শনিবার এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

এক্সে করা পোস্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে একটি ছবিও যুক্ত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় হাছান মাহমুদকে অভিনন্দন জানান তিনি।

এস. জয়শঙ্কর বলেন, ‘কাম্পালায় আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে ভালো লাগছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে অভিনন্দন জানাই। একই সঙ্গে তার সফলতা কামনা করি।’

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক মজবুত থেকে আরও মজবুত হচ্ছে উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করছি শিগগির দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদের সঙ্গে দেখা হবে।’

বৃহস্পতিবার উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাপ) শীর্ষ সম্মেলনে যোগ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি এখন সেখানেই রয়েছেন।

এই সম্মেলন ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-৭৭-এর দক্ষিণ সম্মেলনে (সাউথ সামিট) বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে উগান্ডায় গেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত সফরের কথা রয়েছে তাঁর।