ক্ষমতায় গেলে ইমরানের কর্মীদের ছেড়ে দেব: বিলাওয়াল
- আপডেট সময় : ০৮:৩৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- / ৪১৮ বার পড়া হয়েছে
সাধারণ নির্বাচনে জয় পেলে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ১০ হাজারের বেশি কর্মীকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো। গতকাল রোববার লাহোরে একটি র্যালিতে অংশ নিয়ে তিনি এমনটি জানান।
আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনের আগে র্যালিতে অংশ নিয়ে বিলাওয়াল জানান, তিনি প্রতিহিংসার রাজনীতিকে কবর দেবেন এবং সকল রাজনৈতিক বন্দীদের মুক্ত করবেন।
পিপির প্রধান বলেন, ‘শরীফদের পিএমএল-এন পিটিআইর বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে। আমি পিটিআই কর্মীদের আমাকে সমর্থন করার জন্য বলছি। আমি ক্ষমতায় এলে পিটিআই সহ সকল রাজনৈতিক কর্মীদের মুক্ত করে দেব।’
ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের ক্ষমতায় ছিলেন শেহবাজ শরীফ। ১৬ মাসের ওই সরকারের আমলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন বিলাওয়াল।
পিপিপির প্রধান জানান, তিনি ইমরানকে প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে বলেছিলেন, কিন্তু তিনি তা শোনেননি। আর এ কারণে তাঁর পরিস্থিতি এমন হয়েছে। বিভিন্ন মামলায় গত আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান।
বিলাওয়াল জানান, তিনি, তার পরিবারের সদস্য এবং পিপিপি কর্মীরা অতীতে পিএমএল-এন-এর হাতে রাজনৈতিক নিপীড়নের মুখোমুখি হয়েছিলেন।
মা বেনজির ভুট্টো ক্ষমতায় থাকার সময় সব রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়েছিলেন উল্লেখ করে পিপির প্রধান বলেন, ‘আমি পিটিআই কর্মীদের সমর্থন চাই। আমি রাজনৈতিক প্রতিহিংসাকে কবর দিতে চাই। পাকিস্তান নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। কারণ সন্ত্রাসীরা আবার সংগঠিত হচ্ছে। আমার দল ক্ষমতায় এলে দেশ থেকে সন্ত্রাসবাদের অবসান ঘটাবে।’