জাতীয় সংসদের হুইপ হচ্ছেন মাশরাফী
- আপডেট সময় : ০৫:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- / ৪০৫ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নূর-ই-আলম চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছে। একইসঙ্গে ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজাসহ আরও পাঁচজনকে হুইপ হিসেবে দায়িত্ব দেয়া হচ্ছে।
মাশরাফি বিন মর্তুজা ছাড়াও হুইপ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সাইমুম সারওয়ার কমল, নজরুল ইসলাম বাবু, আবু সাইদ আল মাহমুদ স্বপন এবং ইকবালুর রহিম। আবু সাইদ আল মাহমুদ স্বপন এবং ইকবালুর রহিম এর আগে একাদশ সংসদেও হুইপের দায়িত্ব পালন করেছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
গত ১০ই জানুয়ারি সংসদ সদস্যেদের শপথের দিন ক্ষমতাসীন দল থেকে জানানো হয়েছিল, চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী লিটন বহাল থাকছেন। এছাড়া বর্তমান সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন।
নতুন মুখ হিসেবে মাশরাফি ছাড়া আরও আছেন নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) এবং সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)।