বিএনপি সব কিছু হারিয়ে শোক সাগরে নিমজ্জিত: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৪৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- / ৪০৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেও বলেছেন বিএনপি সব কিছু হারিয়ে শোক সাগরে নিমজ্জিত। বিভিন্ন ভাবে সরকার বিরোধী তৎপরতায় লিপ্ত, দেশে বিদেশে গুজব ছড়াচ্ছে। অগ্নি সন্ত্রাসের পাশাপাশি তারা গুজব সন্ত্রাসে লিপ্ত। দ্রব্যমূল্য নিয়ে গুজব ছড়াচ্ছে।
আজ (সোমবার) সকালে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন নির্বাচনে হেরে যাবার ভয়ে ভোটে অংশ নেয়নি বিএনপি। দলটির নির্বাচন বর্জন কর্মসূচি ব্যর্থ হয়েছে। রাজনীতিতে তারা ভুলের চোরাবালিতে আটকে আছে।
তিনি বলেন আওয়ামী লীগ সরকার কচু পাতার উপর শিশির বিন্দু নয়। কারো কথায় সরকারের পতন হবে না। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে এবং আওয়ামী লীগের শক্তি জনগণ।
নির্বাচনে হেরে যাবার ভয়ে ভোটে অংশ নেয়নি বিএনপি। নির্বাচন জনগণকে দিয়ে নির্বাচন বর্জন করতে ব্যর্থ। রাজনীতিতে তারা ভুলের চোরাবালিতে আটকে আছে বলে মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন এই দেশে সরকারি দল বিরোধী দল সব ক্ষেত্রেই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি থাকতে হবে।
অপজিশন কে হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করেন, বিরোধী দল কে হওয়া উচিত? পরে সাংবাদিক দ্বিতীয় বৃহত্তম দল হবে বলে উত্তর দিলে তিনি আবার বলেন, ‘তাহলে ধরে নিন তারাই হচ্ছে।’
তাহলে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী হয়ে যাচ্ছে কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ মানে?
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যোগ করে বলেন, তাদের পার্টি হচ্ছে জাতীয় পার্টি, নট আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা স্বতন্ত্র আছে। আর দল যদি বলেন, তাহলে বিরোধী দল তো জাতীয় পার্টি।
এসময় তিনি বলেন আজ কার্যনির্বাহী কমিটির জরুরী সভা ডাকা হয়েছে, জরুরী কিছু বিষয় আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। উপজেলা নির্বাচন প্রতীক নাকি উন্মুক্ত এমন প্রশ্নের জবাব না দিয়ে বলেন, এসব নিয়েও আলোচনা হবে।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, পারভীন জামান কল্পনা প্রমুখ উপস্থিত ছিলেন।