চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালের এ দুর্ঘটনায় ৪৭জন চাপা পড়েছেন চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
এ দিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউনানের ঝাওটং শহরের তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে। ফলে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে। এখন পর্যন্ত কেউ মারা গেছেন কি না, তা জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমগুলোর ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা ধসে পড়া বাড়ি ও ভবনের মধ্যে উদ্ধারকাজ করছেন। পিপলস ডেইলি জানিয়েছে, দুর্ঘটনার পর ওই অঞ্চল থেকে ৫০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলেছে, আজ ভোর ৫টা ৫১ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটেছে। ধ্বংসস্তুপের নিচে অনেকেই চাপা পড়ে আছেন বলে জানা গেছে।
কী কারণে এ ভূমিধস হয়েছে তা এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ভূমিধসের কারণ খতিয়ে দেখছে। তবে পাহাড়বেষ্টিত দুর্গম এ অঞ্চলে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে।
এর আগে গত বছরের জানুয়ারেতও ঝাওটংয়ের জেনসিয়ং কাউন্টিতে ভূমিধস হয়েছিল। সেই দুর্ঘটনায় ১৮জন নিহত হয়েছিলেন।