বিশ্বের শীর্ষ ক্ষমতাধর রাজনীতিকদের একজন মনে করা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। তিনি বিশ্বের শীর্ষ ধনী প্রেসিডেন্টদেরও একজন। ধারনা করা হয়, তাঁর সম্পদের পরিমাণ প্রায় ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলার। তবে তিনি কখনোই তাঁর সম্পদের প্রকৃত তথ্য জনসম্মুখে প্রকাশ করেননি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পুতিনের একটি ৮০০ বর্গফুটের ছোট্ট বাড়ি, একটি ট্রেলার ও তিনটি গাড়ি আছে বলে স্বীকার করেছেন। এ ছাড়া তিনি প্রেসিডেন্ট হিসেবে ১ লাখ ৪০ হাজার ডলার বেতন পান বলে দাবি করেছেন।
তবে পুতিনের বিলাসবহুল জীবন ও সম্পদ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা রয়েছে। কৃষ্ণ সাগরের তীরে পুতিন যে বাড়িতে বাস করেন সেটির আয়তন ১ লাখ ৯০ হাজার বর্গফুট। এ ছাড়া রাশিয়ার আরও বিভিন্ন স্থানে তাঁর ১৯টি বাড়ি ৭০০ গাড়ি ও ৫৮টি বিভিন্ন ধরনের উড়োজাহাজ ও হেলিকপ্টার রয়েছে। এর মধ্যে ‘ফ্লাইং ক্রেমলিন’ নামে ৭১৬ মিলিয়ন ডলারের একটি উড়োজাহাজ আছে তাঁর। এ ছাড়া পুতিনের সংগ্রহে অনেক বিলাসবহুল ঘড়ি আছে বলেও জনশ্রুতি রয়েছে। এসব ঘড়ির মধ্যে কোনও কোনওটির দাম ৬০ হাজার ডলার থেকে ৫ লাখ ডলার পর্যন্ত।
সমালোচকেরা বলেন, পুতিন যেসব ঘড়ি ব্যবহার করেন সেসবের এক একটির দাম তাঁর বেতনের অন্তত ৬ গুণ বেশি।
পুতিনের পর বিশ্বের শীর্ষ ধনী রাজনীতিবিদদের তালিকায় রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন রাজনীতিবিদ মিখাইল ব্লুমবার্গ, সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি মনসুর বিন জায়ের আল নাহিয়ান, ব্রুনাইয়ের সুলতান বলখিয়াসহ আও বেশ কয়েকজন।